• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বুলি ফুটেছে রাজ-পুত্রের মুখে! শার্ট ডেনিমে ইউভানের ছবি তুমুল ভাইরাল

Published on:

বলিউডে সইফ-পুত্র তৈমুরের মত টলিউডেও আলোচনার লাইমলাইটে এখন ইউভান। রাজ ও শুভশ্রীর প্রথম সন্তানকে ঘিরে ইতিমধ্যেই আলোড়ন চলছে ইনস্টাগ্রামে। সম্প্রতি ইউভানকে দেখা গিয়েছিল ধুতি-পাঞ্জাবিতে। কিছুদিন আগে শুভশ্রী জানিয়েছিলেন যে তাঁর ছেলে নাকি টুকটাক কথাও বলতে শিখছে। আর এখন ইউভানের নতুন লুকে জমজমাট শুভশ্রীর ইন্সটা হ্যান্ডেল!

রবিবার শুভশ্রী নিজস্ব ইন্সটা প্রোফাইল থেকে ইউভানের দুটি ছবি পোস্ট করেন। একটি ছবিতে দেখা যায় মায়ের কোলে শুয়ে জুলুজুলু দৃষ্টিতে তাকিয়ে রয়েছে ইউভান। অন্য ছবিতে ইউভানের একটি ক্লোজ-আপ শট। স্বাভাবিকভাবেই পোস্টের কমেন্ট বক্সে ভিড় বেড়েছে। প্রায় ৯৬ হাজার লাইক ও হাজারখানেক কমেন্টের জেরে এখনই ভাইরাল ইউভান!

রাজ চক্রবর্তীর বাবার করোনা হওয়ার পরেই তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। আর তার পরেই শুভশ্রীর কোল আলো করে আসে ইউভান। রাজের সংসারে এরপরেই আসে খুশির জোয়ার। ইনস্টার পোস্টে ইতিমধ্যেই সায়ন্তিকা, মোনালির মত স্টাররা কমেন্ট করেছেন। ইউভানকে দেখে বলিগায়িকা আকৃতি কক্করের কমেন্ট : ‘লিটল হ্যান্ডসাম ম্যান’। ফলে এটুকু অন্তত স্পষ্ট যে সোশ্যাল মাধ্যমে বাবা-মায়ের থেকেও অধিক জনপ্রিয় রাজ-পুত্র ইউভান!

পেট থেকে পড়েই রাতারাতি তারকা রাজ-পূত্র যুবান। সকলে তাকে সবসময়ই মাথায় করে রাখে।কখনো মায়ের কোলে ড্যাব ড্যাব করে তাকিয়ে আদর খাচ্ছে সে, কখনোবা বাবার কোলে উঠে শুনছে কলকাতার গল্প, কখনো আবার ঠাম্মার কোলে শুয়ে রোদ পোহাচ্ছে সে। শুধু পরিবারের সদস্য কেন? সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তার দৌড়েও বাবা মাকে কয়েক গোল দিয়ে দেবে সে। ইতিমধ্যেই একাধিক ফ্যান ক্লাব তৈরি হয়ে গেছে এই খুদের নামে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥