• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ধুতি পাঞ্জাবি পরে মা সরস্বতীর সামনে বসে প্রথম অ আ লিখল যুবান! হাত ধরল মা শুভশ্রী

Published on:

যুবান,রাজ চক্রবর্তী,শুভশ্রী গাঙ্গুলি,হাতে খড়ি,Yuvaan,Raj Chakraborty,Subhashree Ganguly,Saraswati pujo

বাঙালির চিরাচরিত রীতিতে মা সরস্বতীর সামনেই প্রথম কোনোও বাচ্চা অক্ষরজ্ঞান শেখে। এদিকে রাজ চক্রবর্তী (Raj Chakraborty) এবং শুভশ্রী গাঙ্গুলির (Subhashree Ganguly) একমাত্র ছেলে যুবান এর (Yuvaan) বয়স মাত্র দেড়। আর এবার সরস্বতী পুজোতেই হাতে স্লেট পেন্সিল তুলে নিল রাজ পুত্তুর। মা শুভশ্রীর হাত ধরে কালো স্লেটে সাদা চকের আঁচড় কেটে সে লিখল বাংলা বর্ণমালা অ আ ক খ।

প্রতিবছরই প্রযোজক রাজ চক্রবর্তীর অফিসে ধুমধাম করে সরস্বতী পুজোর আয়োজন করা হয়। এবছরেও তার অন্যথা হয়নি। পুজোতে উপস্থিত থাকেন টলিপাড়ার সব তাবড়-তাবড় সেলেবরা। এই শুভ দিনেই মায়ের কোলে বসে, মা সরস্বতীর সামনে হাতে খড়ি হল যুবানের। ছোট্টো যুবান সরস্বতী পুজোয় সেজেছিল এক্কেবারে বাঙালি সাবেক সাজে।

যুবান,রাজ চক্রবর্তী,শুভশ্রী গাঙ্গুলি,হাতে খড়ি,Yuvaan,Raj Chakraborty,Subhashree Ganguly,Saraswati pujo

ধুতি, পাঞ্জাবি পরে এক্কেবারে বাঙালি বাবু সে। শুভশ্রীর পরনে লাল স্লিভলেস ব্লাউজ, আর লাল পাড় সাদা শাড়ি। আর রাজ পরেছেন খয়েরী রঙের পাঞ্জাবি আর ঘিয়ে পাজামা। মা বাবার হাত ধরে লেখাপড়া করে ভারী খুশি যুবান, শেষে হাত তালিও দিয়ে ওঠে সে। আর এই মিষ্টি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

যুবান,রাজ চক্রবর্তী,শুভশ্রী গাঙ্গুলি,হাতে খড়ি,Yuvaan,Raj Chakraborty,Subhashree Ganguly,Saraswati pujo

পুচকে যুবান এখন জনপ্রিয়তায় মা বাবাকেও রীতিমতো টেক্কা দেয়। মাত্র দেড় বছর বয়সেই সে জিতে নিয়েছে লাখো লাখো বাঙালির মন। যদিও এর পিছনে তার মা এবং বাবার অবদানও রয়েছে, ছোট্ট থেকে পুচকের বিভিন্ন কীর্তির নজির তারা নিয়মিত শেয়ার করেছেন অনুরাগীদের সঙ্গে। যার জেরে সকলের চোখের সামনেই ধীরে ধীরে বেড়ে উঠছে যুবান। তার প্রথম হামাগুড়ি, হাঁটতে শেখা থেকে বাবা ডাক সবই ভিডিওর মাধ্যমে যত্নে রেখেছেন শুভশ্রী রাজ। আর এবার পুচকের হাতেখড়ির ভিডিও ও সকলের সাথে শেয়ার করেছেন রাজশ্রী।

 

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥