• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

জিৎ মামার গাওয়া বামচিকি চিকিনা চিকি গানে নাচছে শুভশ্রী! মাকে দেখ চোখ ছানাবড়া ইউভানের

yuvaan,jeet ganguly,tollywood,subhasree ganguly,যুবান,জিৎ গাঙ্গুলী,টলিউড,শুভশ্রী গাঙ্গুলী

টলিউডের (Tollywood) অন্যতম জনপ্রিয় সেলিব্রেটি জুটি হলেন পরিচালক রাজ চক্রবর্তী (Raj Chakraborty) এবং অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি (Shubhashree Ganguly)। তবে সম্প্রতি মা-বাবার জনপ্রিয়তাকেও ছাপিয়ে গিয়েছে তাদের ছোট্ট একরত্তি ছেলে ইউভান (Yuvan)। বয়স এখন ১ বছর না হলেও এই বয়সেই সোশ্যাল মিডিয়ার অন্যতম জনপ্রিয় স্টারকিড হয়ে উঠেছে সে। মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছেলের সাথে কাটানো নানান মুহূর্তের ছবি শেয়ার করেন রাজ-শুভশ্রী। যা ভাইরাল হয়ে যায় এক নিমেষে।

মাত্র কদিন আগেই প্রথমবার মামার সাথে দেখা হয়েছে ইউভানের। আর ইউভানের এই মামা আর কেউ নন, তিনি হলেন টলিউড, বলিউড দুই ইন্ডাস্ট্রিরই জনপ্রিয় গায়ক তথা মিউজিক কম্পোজার জিৎ গাঙ্গুলি (Jit Ganguly)। ভাগ্নে ইউভানকে প্রথম দেখাতেই আদর করে কোলে তুলে নিয়েছিলেন সুরের জাদুকর। আর মামা ভাগ্নের সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়েছিল।

Yuvaan Playing Guitar with Jeet Ganguly

এর আগে মামা ভাগ্নের গীটার বাজানোর মিষ্টি মুহুর্ত দেখেও চোখ জুড়িয়েছিল নেটিজেনদের। জিৎ মামাকে যে ইউভানের বেশ মনে ধরেছে সম্প্রতি তা ধরা পড়ল আরেকটি ভাইরাল ভিডিওতে। স্বয়ং জিৎ গাঙ্গুলির শেয়ার করা একটি ভিডিওতে দেখা যাচ্ছে, তার কোলে গা এলিয়ে বসে ‘বাম চিকি চিকিনি চিকি’র গানে সুপারস্টার জিতের সাথে শুভশ্রীর নাচ দেখছে ছোট্ট ইউভান। মাকে দেখে পুরো তাজ্জব ইউভান। চুপচাপ বসে অল্প অল্প মাথাও নাড়াতে দেখা গেল তাকে।

yuvaan,jeet ganguly,tollywood,subhasree ganguly,যুবান,জিৎ গাঙ্গুলী,টলিউড,শুভশ্রী গাঙ্গুলী

এই ভিডিওটি পোস্ট করে জিৎ গাঙ্গুলী ক্যাপশনে লিখেছেন, ” মামার Song এ মায়ের ডান্স, আসবে কবে আমার Chance?” এমন মুহূর্ত ক্যামেরাবন্দি করেছেন শুভশ্রী গাঙ্গুলী কিংবা রাজ চক্রবর্তী। কিছুদিন আগে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ভিডিও শেয়ার করেছিলেন শুভশ্রী। সেখানে দেখা যাচ্ছে জিৎ গাঙ্গুলির হাতে থাকা গিটার বাজাতে চাইছে ইউভান। ছোট্ট ছোট্ট হাতেই সে থাবা বসিয়ে দিচ্ছে মামার গিটারে। আর তাতেই মাঝে মধ্যেই টুংটাং সুর উঠছে গিটারে। যা দেখে ভাগ্নেকে উৎসাহ দিয়ে সুরকার মামা বলছেন ‘খুব ভালো হচ্ছে, ভেরি গুড, চালিয়ে যাও’।

 

উল্লেখ্য রাজ-শুভশ্রীর সাথে জিৎ গাঙ্গুলির সম্পর্কটা পেশাদারিত্বের অনেক ঊর্ধ্বে। অন্যদিকে রক্তের সম্পর্ক না থাকলেও জিৎ-শুভশ্রীর পদবি কিন্তু এক৷ আর এই সূত্রেই জিৎ-এর বাবা শুভশ্রীকে নিজের মেয়ের মতোই দেখতেন ৷ সেদিক দিয়ে দেখলে ইউভান প্রকৃত অর্থেই জিৎ গাঙ্গুলির ভাগ্নে হয় ৷

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥