টলিউডের খুদে সেলেব্রিটিদের মধ্যে প্রথমেই যার নাম আসে সে হল রাজ চক্রবর্তী (raj chakraborty) ও শুভশ্রী (subhashree) পুত্র ইউভান (yuvaan)। মা বাবা দিদার সাথে খেলা আর দুস্টুমির মধ্যে দিয়েই বড় হচ্ছে ইউভান। আর সোশ্যাল মিডিয়াতে তার জনপ্রিয়তাও দিনে দিনে বেড়েই চলেছে। একথাই ভবিষ্যতের সুপারস্টার হতে এখন ইহঁতকেই প্রস্তুতি নিচ্ছে ছোট্ট ইউভান।
কখনো মা শুভশ্রীর সাথে খুনসুটি, কখনো খেলা তো কখনো বাবা রাজ চক্রবর্তীর সাথে দুচাকা থেকে চার চাকা গাড়ি চাপা সব মিলিয়ে বড় হয়ে উঠছে রাজপুত্র। তারপর খুদে সেলেব্রিটি বলে কথা, তাই ইউভানের ভিডিও বা ছবি ভাইরাল হয়ে যায় নিমেষের মধ্যেই। সম্প্রতি ইউভানের একটি ভিডিও ব্যাপকভাবে ভাইরাল হয়ে পড়েছে নেটপাড়ায়।
ভাইরাল ভিডিওতে ফুটবল খেলতে দেখা যাচ্ছে ইউভানকে। যেমনটা বোঝা যাচ্ছে নিজেদের আবাসনের মাঠেই রয়েছে চিলড্রেনস প্লেস সেই মাঠেই ফুটবল খেলায় মেতেছে ইউভান। আর মাঠে ইউভানের খেলার ভিডিও ক্যামেরাবন্দি করে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতেই তা মুহূর্তের মধ্যেই নেটিজেনদের চোখে পড়ে ভাইরাল হয়ে গিয়েছে।
ঝুটি বাঁধা চুলে ছোট্ট টিশার্ট, প্যান্ট আর বুট পরে মাঠে খেলতে নেমেছে সে। যদিও ভিডিওতে ফুটবল নিয়ে খেলতে দেখা গেলেও শেষ অবধি গোল মারতে সফল হয়নি ইউভান। বরং বলকে পিছনে ফেলে ক্যামেরার দিকেই এগিয়ে গিয়েছে সে। বোঝাই যাচ্ছে খেলাধুলা বেশ পছন্দ খুদে রাজপুত্রের। এখন থেকেই ইউভানের ফ্যান ফলোয়িংয়ের সংখ্যা নেহাত কম নয়। তাই ফুটবল খেলার এই ভিডিও ইতিমধ্যেই বেশ ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে।
প্রসঙ্গত, কিছুদিন আগেই বাবার সাথে রীতিমত শরীরচর্চায় মেতে উঠতে দেখা গিয়েছি ইউভানকে। খাটের বাটাম ধরেই উঠা নামার খেলায় মেতেছে সে, খেলার চলেই হচ্ছে শরীরচর্চা। অবশ্য এক নয় সাথে রয়েছে হেল্পিং হ্যান্ড বাবা রাজ চক্রবর্তীও। বাবা ছেলের মিষ্টি কসরতের ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করেছিলেন রাজ চক্রবর্তী নিজেই।