• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ছোট্ট পায়ে বাবার গালে মারলো লাথি, যুবানের সাথে খুনসুটিতে মত্ত রাজ

পেট থেকে পড়েই রাতারাতি তারকা রাজ-পূত্র যুবান। সকলে তাকে সবসময়ই মাথায় করে রাখে।কখনো মায়ের কোলে ড্যাব ড্যাব করে তাকিয়ে আদর খাচ্ছে সে, কখনোবা বাবার কোলে উঠে শুনছে কলকাতার গল্প, কখনো আবার ঠাম্মার কোলে শুয়ে রোদ পোহাচ্ছে সে। শুধু পরিবারের সদস্য কেন? সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তার দৌড়েও বাবা মাকে কয়েক গোল দিয়ে দেবে সে। ইতিমধ্যেই একাধিক ফ্যান ক্লাব তৈরি হয়ে গেছে এই খুদের নামে।

অভিনয় এবং বিনোদন জগত থেকে কয়েকদিন দূরেই রয়েছেন তারকা দম্পতি রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তাদের চোখের মণি এখন যুবান। দিনের অধিকাংশ সময় ছোট্ট একরত্তিকে নিয়েই কেটে যাচ্ছে রাজ-শুভর সময়। নিজেদের ছবির থেকেও বেশি এই তারকা জুটির সোশ্যাল মিডিয়া মাতিয়ে রাখছে যুবান।

সম্প্রতি রাজ চক্রবর্তী আর যুবানের একটি খুনসুটির ভিডিও তুমুল ভাইরাল হয়েছে নেটপাড়ায়। ছবিতে দেখা যাচ্ছে যুবানের ছোট্ট পায়ের সামনে নাক ঘষছেন রাজ। আদর করতে গিয়ে খেতে হয়েছে দুচারটে লাথিও। এই মিষ্টি ছবি ইতিমধ্যেই মন কেড়েছে নেটিজেনদের। ছবির কমেন্টে রাজ-পত্নী শুভশ্রী লিখেছেন, “ওলেবাবালে”। এর থেকেই স্পষ্ট ছোট্ট যুবানকে নিয়ে মেতে রয়েছেন এই দম্পতি।

প্রসঙ্গত, বাবা হওয়ার দিন কয়েক আগে নিজেই বাবা হারা হন রাজ চক্রবর্তী। করোনায় আক্রান্ত হয়েই মারা যান রাজের বাবা কৃষ্ণশঙ্কর চক্রবর্তী। তারপর থেকেই রাজের পরিবারে নেমে আসে শোকের ছায়া। তারপরেই রাজ-শুভর ঘর আলো করে আসে যুবান। স্বভাবতই বেজায় আদরে বড় হয়ে উঠছে রাজ-পুত্র।

 

View this post on Instagram

 

❤️

A post shared by Raj Chakrabarty ?? (@rajchoco) on

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥