• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

চোখের পলকে বড় হয়ে গেল ইউভান, কাঁধে ব্যাগ ঝুলিয়ে স্কুলে চলল ‘রাজপুত্র’! টিফিনে কি দিলেন মা শুভশ্রী

Subhashree Ganguly,Raj Chakraborty,yuvaan,school,শুভশ্রী গাঙ্গুলি,রাজ চক্রবর্তী,যুবান,ইউভান

নাহ আর সময় নষ্ট করবার জো নেই। এবার লেখাপড়ায় মন দিতে হবে তো। আর যে ছোট্টটি নেই ‘রাজশ্রী’র একমাত্র রাজপুত্তুর ইউভান (Yuvaan)। সাপ্তাহের প্রথম দিনেই চক্রবর্তী বাড়িতে বেজায় ব্যস্ততা। কারণ? ইউভান বাড়ির চৌকাঠ পেরিয়ে প্রথমবার যাবে স্কুলে। মা শুভশ্রী তো বিশ্বাসই করতে পারছেনা, যে দেখতে দেখতে এত্তটা বড় হয়ে গেল ছোট্ট ইউভান।

এদিন, স্কুল ড্রেস পরে পিঠে ব্যাগ ঝুলিয়ে ইউভানের প্রথম স্কুল যাওয়ার ছবি শেয়ার করে শুভশ্রী লিখেছেন, “বিশ্বাসই হচ্ছেনা এটা ঘটছে”। কাঁধে তার আকাশী নীল রঙের পুচকে একটা ব্যাগ, সাদা জামা, নীল হাফ প্যান্টে যুবানের চোখে মুখেও খুশির রেশ। সংবাদ মাধ্যমকে এদিন শুভশ্রী জানান, অন্যান্য বাচ্চাদের মতো স্কুলে যাওয়া নিয়ে কোনোও কান্নাকাটি করেনি রাজপুত্র।

Subhashree Ganguly,Raj Chakraborty,yuvaan,school,শুভশ্রী গাঙ্গুলি,রাজ চক্রবর্তী,যুবান,ইউভান

বরং সেজেগুজে, জুতো মোজা পরে বাবা মায়ের হাত ধরে গটগটিয়ে সে গিয়ে পৌঁছেছে স্কুলে। শুভশ্রীর কথায়, “হাসিমুখে স্কুলে গিয়েছে। গিয়েই মিশে গিয়েছে বাকি বাচ্চাদের সঙ্গে। এক সঙ্গে খেলাধুলো করেছে। মাকেই বরং পাত্তা দিচ্ছিল না! বাড়িও আসতে চাইছিল না ইউভান।’’

 

রাজের কথায় ইউভান চাঙ্গা, বরং মা শুভশ্রীরই মন খারাপ হয়ে গিয়েছিল এই ভেবে যে ছেলে তার বড় হয়ে যাচ্ছে৷ আপাতত দুই ঘন্টা করে ক্লাস। প্রথম দিন হয়েছে ৯০ মিনিট। সমস্ত বাচ্চাদের সাথেই মিলেমিশে থেকেছে ইউভান , তারকাপুত্র বলে স্কুলে আলাদা কোনও বাড়তি সুবিধা সে পাক তা নিজেরাও চাননা রাজশ্রী।  শুভশ্রীকে জিজ্ঞেস করা হয় প্রথম দিন ইউভানকে কী টিফিন দিলেন তিনি? অভিনেত্রীর উত্তর, ‘‘প্রথম দিন ছিল চিজ আর অলিভ। ঘুরিয়ে ফিরিয়ে নানা ধরনের পুষ্টিকর টিফিন দেওয়ারই চেষ্টা করব।’’

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥