টলিউডের অন্যতম জনপ্রিয় সেলিব্রেটি জুটি হলেন পরিচালক রাজ চক্রবর্তী (Raj Chakraborty) এবং অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি (Shubhashree Ganguly)। তবে সম্প্রতি মা-বাবার জনপ্রিয়তাকেও ছাপিয়ে গিয়েছে তাদের ছোট্ট একরত্তি ছেলে ইউভান (Yuvan)। বয়স এখন ১ বছর না হলেও এই বয়সেই সোশ্যাল মিডিয়ার অন্যতম জনপ্রিয় স্টারকিড হয়ে উঠেছে সে।
সোশ্যাল মিডিয়ায় ছেলের সাথে কাটানো নানান মুহূর্তের ছবি শেয়ার করেন রাজ-শুভশ্রী। যা ভাইরাল হয়ে যায় এক নিমেষে। কখনো বাবার সাথে গাড়ি চালানো শিখছে তো কখনো খেলায় মেতে থাকছে ইউভান। একপ্রকার খুদে সেলেব্রিটিতেই পরিণত হয়েছে সে। ছবি হোক বা ভিডিও যাই শেয়ার হয় তাই ভাইরাল হয়ে পরে।
দেখতে দেখতে ১ বছর বয়স হতে চললো ইউভানের। আর ১ বছর হবার আগেই মা-বাবার সাথে জগন্নাথের দর্শন করতে চলে গিয়েছে সে। কলকাতা থেকে উড়ে গিয়ে হাজির হয়েছে পুরীতে। ঘুরতে যাবার আনন্দ ফুটে উঠেছে ইউভানের চোখে মুখে। মা শুভশ্রী সেই ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়াতে।
ছবিতে দেখা যাচ্ছে দারুণ মজায় রয়েছে ইউভান। ফুল হাতা টিশার্ট আর ব্ল্যাক প্যান্টে দারুণ লুকে মায়ের কখনো মায়ের কোলে তো হেটে দৌড়ে বেড়াচ্ছে সে। মা শুভশ্রী টুকরো মুহূর্তের ভিডিও করে সেগুলিকে নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছে। আর ইউভানের কান্ড কারখানা দেখতে ভিড় জমেছে সোশ্যাল মিডিয়ায়।
প্রসঙ্গত, গতবছর ডিসেম্বর মাসের ১২ তারিখে মা হয়েছিলেন শুভশ্রী। এরপর থেকেই ছেলেকে নিয়ে ব্যস্ত ছিলেন বেশ কিছুদিন। মাঝে ইউভানের বয়স ছয় মাস হতে হাফ বার্থডে সেলিব্রেশন হয়েছে। তবে এবার ১ বছর হবার আগেই ঘুরু ঘুরু করতে বেরিয়ে পড়েছে সে।