• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

হিরো হবার জন্য এখন থেকেই রেডি! সিক্স প্যাকের জন্য বাবার সাথে পুশআপ করছে ছোট্ট ইউভান

টলিউডের খুদে সেলেব্রিটিদের মধ্যে প্রথমেই যার নাম আসে সে হল রাজ চক্রবর্তী (raj chakraborty) ও শুভশ্রী (subhashree) পুত্র ইউভান (yuvaan)। মা বাবা দিদার সাথে খেলা আর দুস্টুমির মধ্যে দিয়েই বড় হচ্ছে ইউভান। আর সোশ্যাল মিডিয়াতে তার জনপ্রিয়তাও দিনে দিনে বেড়েই চলেছে। একথাই ভবিষ্যতের সুপারস্টার হতে এখন ইহঁতকেই প্রস্তুতি নিচ্ছে ছোট্ট ইউভান।

কখনো মা শুভশ্রীর সাথে খুনসুটি, কখনো খেলা তো কখনো বাবার সাথে  গাড়ি চাপা সব মিলিয়ে বড় হয়ে উঠছে রাজপুত্র। গতমাসেই একবছর পূরণ হয়েছে ইউভান, আর  জন্মদিনে পুরীর সমুদ্র তটে ঘুরতে গিয়েছিল মা বাবার সাথে। সেই ছবি ভিডিও ব্যাপক ভাবে ভাইরাল হয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়াতে। তবে সম্প্রতি আবারো নেটপাড়ায় নজর কেড়েছে ছোট্ট ইউভান।

   

Subhashree,Raj Chakraborty,Yuvaan,Tollywood,টলিউড,ইউভান,শুভশ্রী,রাজ চক্রবর্তী,ভাইরাল ভিডিও,Viral Video

এখন থেকেই ভবিষ্যতের হিরো হবার প্রস্তুতি শুরু করে দিয়েছে ইউভান। কেন? কারণ ইতিমধ্যেই সিক্স প্যাক বডির জন্য ওয়ার্কআউট শুরু করে দিয়েছে সে। খাটের বাটাম ধরেই উঠা নামার খেলায় মেতেছে সে, খেলার চলেই হচ্ছে শরীরচর্চা।

Subhashree,Raj Chakraborty,Yuvaan,Tollywood,টলিউড,ইউভান,শুভশ্রী,রাজ চক্রবর্তী,ভাইরাল ভিডিও,Viral Video

অবশ্য এক নয় সাথে রয়েছে হেল্পিং হ্যান্ড বাবা রাজ চক্রবর্তীও। বাবা ছেলের এই মিষ্টি কসরতের ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করেছেন রাজ চক্রবর্তী নিজেই।

 

View this post on Instagram

 

A post shared by Raj Chakrabarty ?? (@rajchoco)

মুহূর্তের মধ্যেই ভিডিওটি ভাইরাল হয়ে পড়েছে। ভিডিও শেয়ার হবার দু ঘন্টার মধ্যেই দর্শকের সংখ্যা ছাড়িয়েছে ৪০ হাজারেরও বেশি। আর সকলেই খুদে ইউভানের কান্ড ডেকে প্রশংসায় পঞ্চমুখ সকলেই। মা শুভশ্রী, অঙ্কুশ হাজরা, অনিন্দিতা বস, সায়ন্তিকারা মন্তব্য করেছেন ভিডিও দেখে। সাথে রয়েছে অজস্র নেটিজেনদের মন্তব্য।

Subhashree son Yuvaan first Birthday

প্রসঙ্গত, বেশ কিছুদিন আগে নিজের প্রথম ফটোশুট সেরে ফেলেছে ছোট্ট ইউভান। মায়ের  সাথেই ফটোশুট করেছে ইউভান। সেই ছবি শুভশ্রী সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতেই ব্যাপক ভাইরাল হয়ে পড়েছিল। আসলে টলিউডের খুদে সেলিব্রিটি বলতে এখন ইউভান অনেকটাই এগিয়ে রয়েছে। বলতে গেলে তাঁর জনপ্রিয়তা এখন থেকেই মা বাবার জনপ্রিয়তাকে টেক্কা দিতে পারে।