বাঙালি মানেই আম-ভক্ত (Mango)। গরম পড়তে না পড়তেই বাঙালি চাতকের মতো অপেক্ষা করে থাকে কবে বাজার ভর্তি আম উঠবে, আর ব্যাগ ভরে বাড়িতে আসবে হিমসাগর, বোম্বাই, আম্রপালির মতো রকমারি আম। দুপুরে খাওয়ার পর অথবা ভর সন্ধ্যায় আমে কখনোই না নেই বাঙালির।
আর এক্কেবারে পাক্কা বাঙালিবাবুর মতোই আম খেয়ে বেজায় খুশি রাজ (Raj chakraborty) শুভশ্রীর (Subhashree Ganguly) পুত্র যুবান (Yuvaan) ।এদিন রাজ-শুভশ্রী দুজনের ইন্সটা হ্যান্ডেলেই ফুটে উঠল যুবানের প্রথম বার আম খাওয়ার অনুভূতি।
যদিও দুষ্টু যুবান আম কেবল খেয়েছে তা নয়, সারা হাত, পা, মুখে মেখেওছে। আর সেই ছবিই শেয়ার করে রাজ চক্রবর্তী ক্যাপশনে লিখেছেন ‘দুষ্টু’, আর শুভশ্রী লিখেছেন, ‘আমের মরশুম’।
সাদা গেঞ্জি, আর হাফ প্যান্ট পরে খুদের সারা গায়ে হাত পায়ে মেখে আম খাওয়ার ছবি যেন আমের থেকেও বেশি মিষ্টি। কমেন্ট বক্সে ফুটে উঠেছে তারই নজির। সকলেই যুবানকে আদর ভালোবাসায় ভরিয়ে দিয়েছে।
প্রসঙ্গত, গত বছরের সেপ্টেম্বরেই মা হয়েছেন শুভশ্রী গাঙ্গুলী। রাজ শুভশ্রীর পরিবারে এসেছে নতুন সদস্য। তাঁদের নয়নের মণি, ছোট্ট রাজপুত্র ইউভান (yuvaan)। সবে আট মাস বয়স ইউভানের। আর ছেলের ধীরে ধীরে বড় হয়ে ওঠার প্রতিটি মুহূর্তই চুটিয়ে উপভোগ করছেন রাজ ও শুভশ্রী।
তবে মাত্র ৮ মাস বয়স হল জনপ্রিয়তার দিক থেকে মা’বাবার চেয়ে কোনো অংশেই কম যায়না খুদে। ইতিমধ্যেই বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তার একাধিক ফ্যান ক্লাব তৈরি হয়েছে, স্বভাবতই এমন ছবি দেখা মাত্রই নিমেষে ভাইরাল হয়ে পড়েছে।