• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

এই বয়সেই তুখোড় অভিনয়! মাকে ভ্যাঙিয়ে ফোকলা দাঁতে ‘নকল হাসি’ হেসে নেটিজেনদের মন জিতল ছোট্ট যুবান

Published on:

Yuvaan,yishaan,subhasree ganguly,শুভশ্রী গাঙ্গুলি,Raj Chakraborty,রাজ চক্রবর্তী,টলিউড

আজকাল টলিউডের অভিনেতা অভিনেত্রীদের থেকেও বেশি জনপ্রিয় তাদের সন্তানেরা। বাবা মার সাথে পাল্লা দিয়ে রীতিমতো সোশ্যাল মিডিয়া কাঁপান তারা। করিনা পুত্র তৈমুরকে দিয়ে যেই ট্রেন্ড শুরু হয়েছিল সেই ধারা এখন অব্যাহত টলিউডেও। শুভশ্রী গাঙ্গুলি (Subhashree Ganguly) এবং রাজ চক্রবর্তী (Raj Chakraborty) পুত্র যুবান (Yuvaan) বেজায় জনপ্রিয় সোশ্যাল মিডিয়ায়। ইতিমধ্যেই তার নামে তৈরি হয়েছে কয়েকশো ফ্যান ক্লাব।

পুচকে যুবান এখন জনপ্রিয়তায় মা বাবাকেও রীতিমতো টেক্কা দেয়। মাত্র ১ বছর বয়সেই সে জিতে নিয়েছে লাখো লাখো বাঙালির মন। যদিও এর পিছনে তার মা এবং বাবার অবদানও রয়েছে, ছোট্ট থেকে পুচকের বিভিন্ন কীর্তির নজির তারা নিয়মিত শেয়ার করেছেন অনুরাগীদের সঙ্গে। যার জেরে সকলের চোখের সামনেই ধীরে ধীরে বেড়ে উঠছে যুবান।

Yuvaan,yishaan,subhasree ganguly,শুভশ্রী গাঙ্গুলি,Raj Chakraborty,রাজ চক্রবর্তী,টলিউড

সম্প্রতি যুবানের আরও একটি ভিডিও শেয়ার করেছেন শুভশ্রী, যা দেখে খুদেকে ‘ড্রামেবাজ’ তকমা দিয়ে ফেলেছেন নেটিজেনরা। আর বেশি দেরী নেই খুব শিগগিরই যে শিশু অভিনেতা হিসেবে পর্দায় আত্মপ্রকাশ করবে যুবান তার ট্রেলার ইতিমধ্যেই প্রকাশ পেয়ে গেল। ভিডিওতে দেখা যাচ্ছে একরত্তিকে হাসি নকল করে দেখাতে বলছেন শুভশ্রী, আর ওমনি একেবারে ফোকলা দাঁতে খিলখিলিয়ে হেসে উঠল যুবান।

Yuvaan,yishaan,subhasree ganguly,শুভশ্রী গাঙ্গুলি,Raj Chakraborty,রাজ চক্রবর্তী,টলিউড

ভিডিওতে শুভশ্রী বলছেন, এটা তোমার হাসির অভিনয় নাকি কান্নার। ভিডিও ক্যাপশনে শুভশ্রী লিখেছেন, ‘দেড় বছরও বয়স হয়নি এখনও ওর’। মাথা ভরা কোঁকড়ানো চুল, চোখে মুখে দুষ্টুমি, আর এক গাল হাসি নিয়ে সর্বদাই ছুটোছুটি করে বেড়াচ্ছে দস্যি ছেলে যুবান। এই ভিডিওতে যুবানের পরনে হলুদ সোয়েট শার্ট, আর জিন্স গাড়ি নিয়ে খেলতে খেলতে মায়ের কাছে অভিনয়ের তালিম নিচ্ছে যুবান। এই মিষ্টি ভিডিও নিমেষে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

 

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥