টলিউডের (Tollywood) খুদে সেলেব্রিটিদের মধ্যে অন্যতম হল যুবান (Yuban)। পরিচালক রাজ চক্রবর্তী (Raj Chakraborty) ও অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি (Subhashree Ganguly) এর ছেলে ছোট্ট যুবান কোনো সেলেব্রিটির থেকে কম নয়। একেবারে শুরু থেকেই সোশ্যাল মিডিয়াতে বেশ জনপ্রিয় ছোট্ট যুবান। তা সে ক্যাজুয়াল লুক হোক আর সাজুগুজু করে স্টাইলিশ লুক। ছোট্ট হলে কি হবে এই বয়সেই ফ্যান fফলোয়িংয়ে সেলেব্রিটিদের টেক্কা দেবে ছোট্ট যুবান (Yuban)।
অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি ও পরিচালক রাজ চক্রবর্তী মাঝে মধ্যেই তাদের সোশ্যাল মিডিয়াতে যুবান এর ছবি শেয়ার করেন। আর শেয়ার করা মাত্রই নিমেষে ভাইরাল হয়ে পড়ে ছবি। দুগ্গাপুজো থেকে শুরু করে প্রতিটা উৎসবের মরসুমই বেশ আনন্দের সাথে পালন করেন অভিনেত্রী শুভশ্রী ও রাজ চক্রবর্তী। এমনকি ক্রিস্মাসেও ছোট্ট যুবানকে সান্তা সাজিয়ে ছবি শেয়ার করেছিলেন শুভশ্রী। আর সেই ছবি ঝড়ের গতিতে ভাইরাল হয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়াতে।
সম্প্রতি রাজ চক্রবর্তী ছোট্ট যুবানের একটি ছবি শেয়ার করেছেন। ছবিতে শীতের পোশাকে স্টাইলিশ লুকে দেখা যাচ্ছে যুবানকে। দেখেই বোঝা যাচ্ছে অফিসার চেয়ারে বসে আছে ছোট্ট যুবান। আর যুবানের এই ছবি শেয়ার করে বাবা রাজ চক্রবর্তী ক্যাপশনে লিখেছেন, ‘রাজ চক্রবর্তী প্রাইভেট লিমিটেডের নতুন বস যুবান চক্রবর্তী ! এবার থেকে আমি নিশ্চিন্ত, এখন থেকে উনিই সামলাবেন সমস্ত কিছু’। অর্থাৎ রাজ চক্রবর্তী সাম্রাজ্যের গদিতে অভিষেক হল ছোট্ট যুবানের।
ছোট্ট যুবানের এই ছবি শেয়ার হবার পর থেকেই ঝড়ের গতিতে ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে। শেয়ার করার কিছুক্ষন মিনিটের মধ্যেই ছবিতে উপচে পড়েছে দর্শকদের ভিড়। রাজ চক্রবর্তী প্রাইভেট লিমিটেড নতুন বস বলে কথা। ছবি শেয়ার হবার আধাঘন্টার মধ্যেই ছবিতে লাইক পড়েছে ১০ হাজারেরও বেশি।
View this post on Instagram