• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

রাজ চক্রবর্তী প্রাইভেট লিমিটেডের গদিতে ‘যুবান চক্রবর্তী’! ছেলেকে দায়িত্ব বুঝিয়ে দিলেন বাবা

Published on:

টলিউডের (Tollywood) খুদে সেলেব্রিটিদের মধ্যে অন্যতম হল যুবান (Yuban)। পরিচালক রাজ চক্রবর্তী (Raj Chakraborty) ও অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি (Subhashree Ganguly) এর ছেলে ছোট্ট যুবান কোনো সেলেব্রিটির থেকে কম নয়। একেবারে শুরু থেকেই সোশ্যাল মিডিয়াতে বেশ জনপ্রিয় ছোট্ট যুবান। তা সে ক্যাজুয়াল লুক হোক আর সাজুগুজু করে স্টাইলিশ লুক। ছোট্ট হলে কি হবে এই বয়সেই ফ্যান fফলোয়িংয়ে সেলেব্রিটিদের টেক্কা দেবে ছোট্ট যুবান (Yuban)।

subhashree ganguly শুভশ্রী গাঙ্গুলি যুবান Yuban Chakraborty

অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি ও পরিচালক রাজ চক্রবর্তী মাঝে মধ্যেই তাদের সোশ্যাল মিডিয়াতে যুবান এর ছবি শেয়ার করেন। আর শেয়ার করা মাত্রই নিমেষে ভাইরাল হয়ে পড়ে ছবি। দুগ্গাপুজো থেকে শুরু করে প্রতিটা উৎসবের মরসুমই বেশ আনন্দের সাথে পালন করেন অভিনেত্রী শুভশ্রী ও রাজ চক্রবর্তী। এমনকি ক্রিস্মাসেও ছোট্ট যুবানকে সান্তা সাজিয়ে ছবি শেয়ার করেছিলেন শুভশ্রী। আর সেই ছবি ঝড়ের গতিতে ভাইরাল হয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়াতে।

subhashree ganguly raj chakraborty yuban শুভশ্রী গাঙ্গুলী রাজ্ চক্রবতী যুবান

সম্প্রতি রাজ চক্রবর্তী ছোট্ট যুবানের একটি ছবি শেয়ার করেছেন। ছবিতে শীতের পোশাকে স্টাইলিশ লুকে দেখা যাচ্ছে যুবানকে। দেখেই বোঝা যাচ্ছে অফিসার চেয়ারে বসে আছে ছোট্ট যুবান। আর যুবানের এই ছবি শেয়ার করে বাবা রাজ চক্রবর্তী ক্যাপশনে লিখেছেন, ‘রাজ চক্রবর্তী প্রাইভেট লিমিটেডের নতুন বস যুবান চক্রবর্তী ! এবার থেকে আমি নিশ্চিন্ত, এখন থেকে উনিই সামলাবেন সমস্ত কিছু’। অর্থাৎ রাজ  চক্রবর্তী সাম্রাজ্যের  গদিতে  অভিষেক হল ছোট্ট যুবানের।

subhashree ganguly raj chakraborty with yuban শুভশ্রী গাঙ্গুলী রাজ্ চক্রবর্তী যুবান

ছোট্ট যুবানের এই ছবি শেয়ার হবার পর থেকেই ঝড়ের গতিতে ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে। শেয়ার করার কিছুক্ষন মিনিটের মধ্যেই ছবিতে উপচে পড়েছে দর্শকদের ভিড়। রাজ চক্রবর্তী প্রাইভেট লিমিটেড নতুন বস বলে কথা। ছবি শেয়ার হবার আধাঘন্টার মধ্যেই ছবিতে লাইক পড়েছে ১০ হাজারেরও বেশি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥