• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ইউটিউব থেকে শুরু, এখন কাঁপাচ্ছেন সাউথ! ৫০০ কোটির Ponniyin Selvan’তে গাইলেন বাংলার মেয়ে অন্তরা

Published on:

Antara Nandy starts her playback career with a song in Ponniyin Selvan

দীর্ঘ প্রতীক্ষার পর ৩০ সেপ্টেম্বর শুক্রবার মুক্তি পেয়েছে মণি রত্নম পরিচালিত ব্লকবাস্টার সিনেমা ‘পোন্নিয়িন সেলভান’ (Ponniyin Selvan)। ৫০০ কোটির এক বিশাল বাজেটে তৈরি করা ছবি ঘিরে দর্শকদের আগ্রহ একেবারে তুঙ্গে। তবে ছবি মুক্তির পর যে ব্যক্তি একেবারে আনন্দে আত্মহারা হয়ে গিয়েছেন তিনি হলেন সোশ্যাল মিডিয়া সেনশেসন অন্তরা নন্দী (Antara Nandy)।

ছবি রিলিজের আগের রাতেই ‘পোন্নিয়িন সেলভান’এর হিন্দি থেকে শুরু করে তামিল, তেলেগু, কন্নড় প্রত্যেক সংস্করণের টিকিট কেটে ফেলেছেন তিনি। দু’বেলা করে দেখবেন মা-বাবার সঙ্গে। কারণ মণি রত্নম পরিচালিত এই ব্লকবাস্টার ছবি দিয়েই প্লেব্যাক কেরিয়ার শুরু করলেন নেটপাড়ার জনপ্রিয় ‘নন্দী সিস্টার্স’এর বড় বোন অন্তরা নন্দী।

Nandy Sisters

ইউটিউব থেকে যে যাত্রা শুরু হয়েছিল তা অবশেষে প্লেব্যাক পর্যন্ত পৌঁছে গেল। সম্প্রতি একটি নামী সংবাদমাধ্যমের সঙ্গে নিজের অনুভূতি ভাগ করে নিয়েছেন অন্তরা। জানালেন, কীভাবে এত বড় ছবিতে গান গাওয়ার সুযোগ পেলেন তিনি।

অন্তরা সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের সঙ্গে আলাপচারিতার সময় বলেন, ‘গত ৬ সেপ্টেম্বর ফোন এসেছিল। জানানো হয়, ‘পোন্নিয়িন সেলভান’এর জন্য ‘আলাইকাদে’ গানটি মনোনীত হয়েছে। আমি তো প্রথমে বুঝতেই পারছিলাম না কী বলছে! কত সময় তো ভিন্ন ভিন্ন ভাষার গান রেকর্ড করেছি। এর মধ্যেই একটি তামিল গানও ছিল।  মাত্র ৪০ মিনিটে রেকর্ড করেছিলাম। আর সেই গানটি শুনেই খুশি হয়ে যান মণি রত্নমের টিম’।

Antara Nandy

‘নন্দী সিস্টার্স’এর বড় বোন জানান, শুরুতে তিনি কাউকে জানাননি। কারণ নিজেরই সবটা স্বপ্নের মতো লাগছিল। শেষে গানটি রিলিজ হওয়ার পর বিশ্বাস হয়। অন্তরা বলেন, ‘আমি ভাবতেই পারছিলাম না আমার গান শোনার পর রজনীকান্ত উঠে দাঁড়িয়ে হাততালি দেবেন’।

অন্তরা বলেন, ‘আগে কেউ মাকে যদি জিজ্ঞেস করত মেয়ে কী করে, তাহলে মা বলত গায়িকা। এরপরই জিজ্ঞেস করতেন ‘কোন ছবিতে গান গেয়েছেন?’ মা আর উত্তর দিতে পারত না। এখনকার মানুষ এভাবেই সবটা বিচার করেন। তখন বুঝলাম আমি কেউ না। এরপর নিজের কম্পোজ করা গানেই মন দিয়েছিলাম। অবশেষে উত্তর দেওয়ার মতো কিছু একটা পাওয়া গেল’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥