• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

প্রতিমাসে ঘরে বসে পাবেন ৩৬০০০ টাকা! LIC নিয়ে এল দুর্দান্ত স্কিম

Published on:

ভারতীয় জীবন বিমা নিগম বা LIC দেশের বৃহত্তর এবং বিশ্বস্ত বিমা সংস্থা। সরকারি সংস্থা হওয়ায় এতে বিনিয়োগের কোনো ঝুঁকিও নেই। অন্যান্য চিট ফান্ডের মত LIC তে টাকা ডুবে যাওয়ার কোনোও সম্ভাবনাই থাকেনা, কেননা এখানে করা বিনিয়োগের উপর কেন্দ্রীয় সরকারের সার্বভৌম গ্যারেন্টি থাকে। সারা দেশ জুড়েই LIC-র পরিষেবা ছড়িয়ে রয়েছে।

গ্রাম থেকে মফঃস্বল, সকল স্থানেই ছড়িয়ে রয়েছে এলআইসির এজেন্ট। সময় থেকে সময়ান্তরে যেভাবে নিজেদের স্কিমে পরিবর্তন ও উন্নতি এনেছে এলআইসি, তা যথেষ্ট প্রশংশনীয়। তাছাড়া সাম্প্রতিক অনলাইন মাধ্যমে এলআইসির প্রভাব নজর কেড়েছে অনেকেরই। এলআইসি নিজস্ব ‘জীবন অক্ষয় পলিসি’ বন্ধ করে দিলেও পুনরায় তা চালু করেছে। এই বীমার আওতায় কেউ যদি এককালীন কিছু পরিমাণ অর্থ জমা করেন, তাহলে সারাজীবন পেনশন পেতে পারেন।

এলআইসির (LIC) ‘জীবন অক্ষয় পলিসি’-এর আওতায় কোনো ব্যক্তি যদি এককালীন ৭১,২৬,০০০ টাকা বিনিয়োগ করেন, তাহলে নিশ্চিতরূপে ওই ব্যক্তি পেতে পারেন প্রায় ৭০,০০,০০০ টাকা। ৪৫ বছর বয়স থেকে পেনশন পেতে চাইলে ওই ব্যক্তি প্রতি মাসে পাবেন ৩৬,৪২৯ টাকা!

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥