• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সুবর্ন সুযোগ ! ২৫ পয়সাই বানিয়ে দেবে লাখপতি, ঘরে বসেই হবেন মালামাল

Published on:

এবছর পুজোয় আপনিও  হয়ে যেতে পারেন মালামাল! কারণ  কয়েক বিক্রি করেই রয়েছে প্রচুর টাকা কমানোর সুযোগ। টাকার অঙ্কটা কম না হয়ে যেতে পারেন লাখপতি। তার জন্য ফেলতে হবে না মাথার ঘাম, শুধু কিছু বিশেষ কয়েন থাকলেই হবে।

আপনার কাছে যদি থাকে ২৫ পয়সার কয়েন তাহলেই আপনি টাকা পেতে পারেন। তবেই এই ২৫ পয়সার কয়েনটি দেখতে হতে হবে ঠিক নিচের ছবিটির মতন। যদি আপনার কাছে একেবারে এরকম দেখতে বিশেষ কয়েনটি থাকে তাহলেই কেল্লাফতে! আপনি ওইরকম এক একটি কয়েনের জন্য পেতে পারেন ১ লক্ষ্য থেকে দেড় লক্ষ্য টাকা।

 

 

আসলে ব্যাপারটা  খুলে বলি। অনেকেই জানেন এরম প্রচুর মানুষ আছেন যারা পুরোনো জিনিস জড়ো করার শখ রাখেন। তা সেরকম যদি কারোর শখ থেকে থাকে আর  আপনার কাছে থাকে এই বিশেষ ২৫ পয়সার কয়েন তাহলেই আপনি লাখপতি হয়ে যেতে পারবেন। ২৫ পয়সার এই বিশেষ কয়েনটি আসলে সিলভার কয়েন। এই বিশেষ পুরোনো দিনের কয়েন গুলি কিছু ওয়েবসাইটে নিলাম হয় সেখান থেকেই আপনি ২৫ পয়সার এক একটি কয়েনের জন্য  পেয়ে যেতে পারেন লখ্যাধিক টাকা।

 

 

তবে শুধু যে ২৫ পয়সার কয়েনের দ্বারা আপনি টাকা পেতে পারেন তা নয়। সংবাদ মাধ্যম অনুযায়ী ইন্ডিয়ামার্টের ওয়েবসাইটে আপনি পুরোনো আরো কয়েন বিক্রি করে মালামাল হয়ে যেতে পারেন আরামসে। যেমন ধরুন আপনার কাছে যদি থাকে বৈষ্ণ দেবীর ছবি দেওয়া ৫ বা ১০ পয়সার কয়েন, সেগুলি বিক্রি করে আপনি মালামাল হয়ে যেতে পারেন। ২০০২ সালে ওই ৫ও ১০ পয়সার কয়েন গুলো বাজারে আসে, অনেকে পয়সায় বৈষ্ণ দেবীর ছবি থাকাকে শুভ বলে মনে করেন। যার ফলে ওই  কয়েনগুলি পাবার জন্য অনেকে লক্ষ্য লক্ষ্য টাকা অবধি খরচ করে থাকেন।

নিচে উল্লিখিত ওয়েবসাইট গুলির মাধ্যমে আপনি আপনার কাছে থাকা এই সমস্ত পুরোনো কয়েনগুলি বিক্রি করে মালামাল হয়ে যেতে পারেন।

১. https://dir.indiamart.com/impcat/old-coins.html

২. http://www.indiancurrencies.com/

৩. https://in.pinterest.com/080841052o/sell-old-coins/

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥