• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

১ টাকা দিয়েই আপনি মালিক হতে পারেন ১০ কোটির! জানুন বিশদে

Published on:

1 rupee coin কয়েন ১ টাকার কয়েন

একেকজনের একেকরকম শখ থাকে কেউ বা জমান রকমারি দেশলাই বাক্স, কেউ বা জমান ডাকটিকিট, কেউ বা জমান পুরোনো কয়েন। এবার এই সব অ্যান্টিক কয়েন বা টাকার মালিকরাই রাতারাতি হয়ে যেতে পারেন বড়লোক। পুরোনো নোট বা ধাতব কয়েন চড়া দামে বাজার থেকে কেনেন অনেকেই। এই লকডাউনের মধ্যেও অনেকেই বেচেছেন পুরোনো টাকা,অ্যান্টিক পিস।

কথায় আছে পুরোনো চাল ভাতে বাড়ে। আপনার কাছে কী জমানো আছে? পুরোনো দিনের কয়েন? তাহলে আপনার জন্য সুখবর। সেই কয়েনের জোরেই লক্ষ্মী ফিরতে পারে আপনার ঘরে। এমনকি হয়ে যেতে পারেন কোটিপতিও। কী অবাক লাগছে তো? মনে হচ্ছে গল্প কথা? আজ্ঞে না এটা বাস্তবেই সম্ভব। জেনে নিন কীভাবে পুরোনো কয়েন থেকে কামাতে পারেন কোটি কোটি টাকা।

১৯৮৫ সালের আগের পুরোনো দিনের ১ টাকার কয়েন (1 rupee coin) যদি আপনার কাছে থেকে থাকে তবে সেটা বিক্রি করে আপনি হতে পারেন কোটিপতি। জিনিস পত্র বেচার বিস্বাসযোগ্য সাইট OLX এ আপনি নিজের নাম রেজিস্টার করে কয়েনটি বিক্রিও করতে পারবেন।

তাই যাদের কাছে জমানো রয়েছে পুরোনো দিনের এন্টিক কয়েন তারা কিছুতেই হাতছাড়া করবেন না এই সুবর্ণ সুযোগ৷ ইন্টারনেটে আরও কিছু সাইটের মাধ্যমেও আপনি নিলামে তুলতে পারেন পুরোনো কয়েন। আর এভাবেই এই ১ টাকার কয়েন দিয়েই আপনি হতে পারেন ১০ কোটির মালিক।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥