• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সুদিন ফিরছে বলিউডের! অজয় দেবগণের ছবির জন্য গান গাইলেন ‘মানিকে মাগে হিথে’ গার্ল ইয়োহানি

Published on:

Yohani records Manike Mage Hithe for Ajay Devgn starrer Thank God

‘মানিকে মাগে হিথে’ (Manike Mage Hithe) গেয়ে রাতারাতি সারা ভারতে বিপুল জনপ্রিয়তা লাভ করেছিলেন শ্রীলঙ্কান গায়িকা ইয়োহানি ডিলোকা দে সিলভা (Yohani Diloka de Silva)। ঝড়ের গতিতে ইন্টারনেটে ছেয়ে গিয়েছিল এই গান। ইন্টারনেট সেনসেশন হয়ে গিয়েছিলেন ইয়োহানি। এবার সেই জনপ্রিয় গায়িকাই বলিউডে পা রাখতে চলেছেন। রেকর্ড করে ফেলেছেন নিজের সুপারহিট গান।

সম্প্রতি ‘মানিকে মাগে হিথে’ হিন্দিতে রেকর্ড করেছেন ইয়োহানি। এরপরই সাফ জানিয়ে দেন, হিন্দিতে গান রেকর্ড করা বেশ কঠিন। গায়িকার কথায়, ‘ভাষাটি শেখা সবচেয়ে চ্যালেঞ্জিং অংশ ছিল’। তবে সব কিছু ভালোয় ভালোয় মিটেছে, সেকথা জানাতে অবশ্য ভোলেননি ইয়োহানি।

Yohani

শ্রীলঙ্কান গায়িকা বলেন, ‘আমি হিন্দি মিউজিক শুনে বড় হয়েছিল। তবে সত্যিকারের গান তৈরি করা খুবই কঠিন। আমি একজন নায়িকার গলা। উচ্চারণ থেকে শুরু করে স্বরের পরিবর্তন- সব কিছু রেকর্ডিংয়ের সময় একেবারে বদলে যায়। আমি এই প্রথম এমন কিছু করলাম’।

ইয়োহানির কথায়, সঠিকভাবে গাওয়ার জন্য তাঁকে বেশ কয়েকবার রেকর্ড করতে হয়েছিল। তবে এই বিষয়টিতে তাঁকে সমর্থন করেছে সম্পূর্ণ টিম। গায়িকা বলেন, ‘সঠিক উচ্চারণ এবং অনুভূতি পাওয়ার জন্য আমায় বেশ কয়েকবার রেকর্ড করতে হয়েছিল। কিন্তু টিমের উৎসাহ এই সম্পূর্ণ বিষয়টিকে বেশ মজার করে তুলেছিল’।

Yohani

প্রসঙ্গত, ইয়োহানির গাওয়া সুপারহিট গান ‘মানিকে মাগে হিতে’ অজয় দেবগণ, সিদ্ধার্থ মলহোত্রা অভিনীত ‘থ্যাঙ্ক গড’ সিনেমায় শোনা যাবে। গানটি কম্পোজ করেছেন তানিষ্ক বাগচি। এর আগে তানিষ্ক ‘বোলনা’ (কাপুর অ্যান্ড সনস), ‘ভে মাহি’র (কেশরী) মতো বেশ কিছু সুপারহিট গান কম্পোজ করেছেন।

Thank God movie

ইয়োহানির সঙ্গে কাজ করার অভিজ্ঞতা প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে তানিষ্ক বলেন, ‘মানিকে খুবই পেপি একটা গান। ইন্টারনেটে ঝড় তুলেছিল এই গানটি। আর এই ছবির সঙ্গে গানটি খুবই ভালো যাবে’। উল্লেখ্য, অজয়, সিদ্ধার্থ অভিনীত ‘থ্যাঙ্ক গড’ আগামী অক্টোবর মাসে রিলিজ হবে। ছবিতে তাঁদের সঙ্গেই অভিনয় করেছেন বলি সুন্দরী রাকুল প্রীত সিংও। সম্প্রতি প্রকাশ্যে এসেছে ছবির ট্রেলার। তা দেখে বেশ পছন্দ হয়েছে দর্শকদের।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥