• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

একটা গান ভাইরাল হয়েই বাজার শেষ! তীব্র অর্থকষ্টে ভুগছেন ‘মানিকে মাগে হিথে’ খ্যাত ইয়োহানি, চাইলেন সাহায্য

Sri Lanka Crisis,Yohani resquests for funding,Yohani appeal for funding on internet,ইনস্টাগ্রামে ইয়োহানির অনুরোধ,Yohani,Sri Lanka,India,ইয়োহানি,শ্রীলঙ্কা

ভাইরাল শব্দটার অদ্ভুত একটা ম্যাজিক আছে। এর জেরে কেউ কখনও জনপ্রিয়তার শিখরে ওঠে, আবার সময় এগিয়ে যেতেই কখন যে সেই ব্যক্তিই সম্পূর্ণ হারিয়ে যাবে তাও আঁচ করা যায়না। কখনও ভাইরাল কন্টেন্ট থেকেই শুরু হয় ট্রোলিং৷ সবই সময়ের খেলা। এইতো বছর খানেকও হয়নি, টাইম মেশিনে চড়ে একটু কয়েকদিন পিছোলেই মনে পড়বে সেই বিখ্যাত গানের কথা ‘মানিকে মাগে হিথে’ (Manike Mage hithe)।

শ্রীলঙ্কার কন্যা ইয়োহানির এই গান একসময় দাপিয়ে বেড়িয়েছে আসমুদ্রহিমাচল। ২৮ বছর বয়সী ইয়োহানি বহু দিন থেকেই মাতাচ্ছেন ইউটিউব। তিনি শ্রীলঙ্কার ‘র‌্যাপ প্রিন্সেস’ নামে পরিচিত। ইয়োহানির সঙ্গে এই গানে সঙ্গ দিয়েছিলেন, শ্রীলঙ্কার আরেক জনপ্রিয় র‌্যাপার সথীশন রথনায়কা (Satheeshan Rathnayaka)।

Sri Lanka Crisis,Yohani resquests for funding,Yohani appeal for funding on internet,ইনস্টাগ্রামে ইয়োহানির অনুরোধ,Yohani,Sri Lanka,India,ইয়োহানি,শ্রীলঙ্কা

শ্রীলংকার গায়িকা ইয়োহানির (Yohani De Silva) গলায় সিংহলি ভাষার এই গান ভাষার বেড়াজাল ভেঙে গোটা পৃথিবীবাসীর মন জয় করেছিল। এই একটা গানের দৌলতেই রাতারাতি বিশ্ববিখ্যাত হয়ে পড়েছিলেন গায়িকা। রাতারাতি কামিয়েছেন প্রচুর অর্থ। এবার এই গায়িকাই অর্থ সাহায্য চেয়ে পাতলেন হাত।

Sri Lanka Crisis,Yohani resquests for funding,Yohani appeal for funding on internet,ইনস্টাগ্রামে ইয়োহানির অনুরোধ,Yohani,Sri Lanka,India,ইয়োহানি,শ্রীলঙ্কা

শ্রীলঙ্কার অর্থনৈতিক মন্দা যে আকাশ ছুঁয়েছে তা বলাই বাহুল্য, একটা দেশ কার্যত ধ্বংস হওয়ার জোগাড় হয়েছে। শ্রীলঙ্কায় এই কঠিন পরিস্থিতিতে বিশ্ববাসীর কাছে সাহায্যের জন্য হাত পাতলেন এই জনপ্রিয় গায়িকা। আসলে #ফর শ্রীলঙ্কা বলে একটি প্রচার শুরু করা হয়। এরপর গো ফান্ড মি নামক একটি তহবিল গঠন করা হয় যার মাধ্যমে ১ মিলিয়ন USD সংগ্রহ করার পরিকল্পনা করা হয়েছে।

 

 

View this post on Instagram

 

A post shared by Yohani (@yohanimusic)

নিজের ইনস্টাগ্রামে একটি বিশেষ ভিডিও বার্তা তিনি আপলোড করেন এবং জনসাধারণের কাছে সাহায্যের আবেদন জানান। তিনি লেখেন, “সবাইকে অভিবাদন, আমি আশা করি বিশ্বের যেকোন জায়গা থেকে আমার সংগীতের সমস্ত ভক্তরা আমাকে আমার সংগীত ছাড়াও কিছু সম্পর্কে কথা বলতে দেবেন, যা আমার হৃদয়ের খুব কাছের। যদিও আমি গত কয়েক সপ্তাহ ধরে ভারতে ছিলাম, কিন্তু আমার হৃদয় শ্রীলঙ্কায় রেখে এসেছি, যেখানে আমার দেশবাসী আমাদের দেশের স্বাধীনতার পর সবচেয়ে খারাপ অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে।” দেশের মানুষের পাশে দাঁড়িয়েই এই আবেদন ইয়োহানির।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥