• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

২০ টাকায় উধাও মুখের সমস্ত দাগছোপ! ত্বকের যত্নে ম্যাজিকের মত কাজ করে এই ঘরোয়া উপকরণ

দাবদাহ এই গরমে একদিকে যেমন আমাদের শারীরিক কষ্ট হচ্ছে, তেমনই ত্বকেরও (Skin) প্রচণ্ড ক্ষতি হচ্ছে। বাইরের প্রখর রোদে এক মিনিট দাঁড়িয়ে থাকা দায়। কিন্তু তা সত্ত্বেও অনেককে একা হাতে অফিস-বাড়ি সবকিছু সামলাতে হচ্ছে। যার ফলে ত্বকের যত্ন (Skin Care) নেওয়ার সময়টাও পাওয়া যাচ্ছে না।

অনেকেই সেই জন্য বাধ্য হয়ে ত্বকের যত্ন নেওয়ার জন্য আস্থা রাখছেন বিউটি পার্লারের ওপর। মোটা টাকা খরচ করে সেখান থেকে ফেসিয়াল, স্ক্রাবিং করাচ্ছেন তাঁরা। এই জন্য আজকের প্রতিবেদনে এমন ৫টি ঘরোয়া রূপচর্চার হদিশ দেওয়া হল, যা মেনে চললে বাড়ি বসেই ফিরে পাবেন ত্বকের হারানো জেল্লা। শুধু লাগবে একটু সময় আর অল্প টক দই (Yogurt)।

   

টকদই মধুর ফেস প্যাক (Yogurt Honey Face Pack)- রূপচর্চার ক্ষেত্রে টকদইয়ের ব্যবহারের কথা আমরা অনেকেই শুনেছি। সেই টকদইয়ের সঙ্গে একটু মধু মিশিয়ে বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন ফেস প্যাক। প্রথমে এক চামচ টক দই এবং এবং চামচ মধু মেশান। এরপর ভালো করে মিশিয়ে সেটি মুখে লাগান। ১৫ মিনিট রেখে মুখ ধুয়ে ফেলুন। এক সপ্তাহ ব্যবহার করলেই ফল দেখতে পাবেন।

Yogurt honey face pack, Yogurt skin care tips

দই শসা আই মাস্ক (Yogurt Cucumber Eye Mask)- প্রথমে একটি শসা গ্রেট করে তা দইয়ের সঙ্গে ভালো করে মেশাতে হবে। এরপর সেই মিশ্রণ চোখের নীচে লাগাতে হবে। কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলুন। কয়েকদিন ব্যবহার করলেই রেজাল্ট দেখতে পাবেন।

Yogurt cucumber eye mask, Yogurt skin care tips

টক দইয়ের টোনার (Yogurt Toner)- টক দই কিন্তু টোনিংয়ের কাজের ব্যবহৃত হয়। এক চামচ টক দইয়ের সঙ্গে কয়েক ফোঁটা পাতিলেবুর রস মেশান। ব্যস তৈরি হয়ে গেল আপনার টোনার। টক দই এবং পাতিলেবুর এই টোনার ব্যবহার করলে ত্বকের পিএইচ লেভেল বজায় থাকে।

Yogurt toner, Yogurt skin care tips

টকদই এবং অ্যালোভেরা ফেস প্যাক (Yogurt Aloevera Face Pack)- প্রখর রোদে বাইরে বেরোলেই ত্বক পুড়ে যাচ্ছে। সেই সঙ্গেই মুখে ট্যানও পড়ছে। ট্যান তোলার জন্য টক দই এবং অ্যালোভেরা মিশিয়ে ফেস প্যাক বানিয়ে নিন। কয়েকদিন ব্যবহার করলেই ফলাফল নিজের চোখে দেখতে পাবেন।

Yogurt aloevera face pack, Yogurt skin care tips

টক দইয়ের স্ক্রাব (Yogurt Scrub)- টক দই দিয়ে স্ক্রাবও তৈরি করা যায়। এটা বানানোর জন্য টক এবং ওটমিল লাগবে। এই দুই উপাদানকে একসঙ্গে মিশিয়ে প্রথম স্ক্রাব তৈরি করে নিতে হবে।

Yogurt scrub, Yogurt oatmeal scrub, Yogurt skin care tips

স্নান করার আগে টক দই এবং ওটমিল দিয়ে বানানো এই স্ক্রাব সারা গায়ে মাখতে হবে। এগুলি ত্বকের মৃত কোষ দূর করতে সাহায্য করে। ফলে ত্বক আরও নরম এবং মসৃণ হয়।

site