• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

লতা মঙ্গেশকর থেকে বাপ্পি লাহিড়ী, ভক্তদের কাঁদিয়ে ২০২২ এ প্রয়াত হয়েছেন এই ৭ তারকা

Published on:

year ender 2022 Lata Mangeshkar Bappi Lahiri to KK famous indian celebrities who passed away in 2022

জীবন-মৃত্যু একই মুদ্রার এপিঠ-ওপিঠ। জন্ম হলে মৃত্যু তো হবেই। যত কষ্টই হোক না কেন এই কথাটি যে খাঁটি সত্য তা অস্বীকার করার কোনও উপায় নেই। এই বছরই যেমন বিনোদন দুনিয়ার একাধিক তারকা (Bollywood celebrities) অনুরাগীদের কাঁদিয়ে এই পৃথিবী থেকে চিরবিদায় (Passed away) নিয়েছেন। লতা মঙ্গেশকর, বাপ্পি লাহিড়ী থেকে শুরু করে রাজু শ্রীবাস্তব- আজকের প্রতিবেদনে এমনই ৭ তারকার নাম তুলে ধরা হল।

পণ্ডিত বিরজু মহারাজ (Pandit Birju Maharaj) – এই বছরের শুরুতেই অর্থাৎ জানুয়ারি মাসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন নৃত্য জগতের কিংবদন্তি ব্যক্তিত্ব পণ্ডিত বিরজু মহারাজ। বেশ অনেকটা সময় ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন তিনি। ‘মহারাজজি’র ডায়ালিসিসও চলছিল। এই বছর ১৭ জানুয়ারি নাতিদের সঙ্গে খেলার সময় আচমকাই অসুস্থ হয়ে পড়েন তিনি। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। কিন্তু তা সত্ত্বেও শেষরক্ষা হয়নি।

Pandit Birju Maharaj

লতা মঙ্গেশকর (Lata Mangeshkar) – সকলের প্রিয় ‘লতা দিদি’ এই বছরই কোটি কোটি অনুরাগীকে কাঁদিয়ে চিরবিদায় নিয়েছেন। এই বছর ৬ ফেব্রুয়ারি মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই কিংবদন্তি গায়িকা। শিবাজি পার্কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে হয়ে বলিউডের একাধিক তারকার উপস্থিতিতে ‘কোকিল কণ্ঠী’র শেষকৃত্য সম্পন্ন হয়।

Lata Mangeshkar

বাপ্পি লাহিড়ী (Bappi Lahiri) – এই বছরের ফেব্রুয়ারি মাসে শুধুমাত্র লতা মঙ্গেশকরই নন, আরও এক কিংবদন্তি সঙ্গীতশিল্পী প্রয়াত হয়েছেন। তিনি হলেন সকলের প্রিয় ‘বাপ্পি দা’। দীর্ঘ শারীরিক অসুস্থতার পর গত ১৬ ফেব্রুয়ারি মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার কারণে প্রয়াত হয়েছিলেন বাপ্পি।

Bappi Lahiri

সিধু মুসেওয়ালা (Sidhu Moosewala) – পাঞ্জাবের জনপ্রিয় গায়ক সিধু মুসেওয়ালাও এই বছরই চিরবিদায় নিয়েছেন। চলতি বছরের ২৯ মে প্রয়াত হন তিনি। দিনেদুপুরে তাঁকে গুলি করে হত্যা করা হয়েছিল। কুখ্যাত গ্যাংস্টার গোল্ডি ব্রার সিধুকে খুনের সমস্ত পরিকল্পনা তৈরি করেছেন বলে জানা গিয়েছে।

Sidhu Moosewala

কেকে (KK) – এই বছরেরই ৩১ মে প্রয়াত হন বলিউডের জনপ্রিয় গায়ক কৃষ্ণকুমার কুন্নাথ ওরফে কেকে। কলকাতার নজরুল মঞ্চে পারফর্ম করার পর আচমকাই অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর হোটেলে গিয়ে শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। কেকে’কে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।

KK

রাজু শ্রীবাস্তব (Raju Srivastava) – কমেডির দুনিয়ার ‘বেতাজ বাদশা’ রাজু শ্রীবাস্তবও এই বছরই প্রয়াত হয়েছেন। টানা ৬ সপ্তাহ হাসপাতালের বিছানায় শুয়ে জীবনমৃত্যুর লড়াই করার পর গত ২১ সেপ্টেম্বর শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

Raju Srivastav

বিক্রম গোখলে (Vikram Gokhale) – তালিকার সর্বশেষ নামটি হল বলিউডের জনপ্রিয় অভিনেতা বিক্রম গোখলের। গত ৫ নভেম্বর এই বর্ষীয়ান অভিনেতাকে পুনের দীনানাথ মঙ্গেশকর হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

Vikram Gokhale

টানা ২১ দিন লড়াই করার পর গত ২৬ নভেম্বর মাল্টি অরগ্যান ফেলিওরের কারণে প্রয়াত হন ‘ভুল ভুলাইয়া’, ‘দে দনা দন’ খ্যাত অভিনেতা। মৃত্যুকালে বিক্রমবাবুর বয়স হয়েছিল ৭৬ বছর।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥