সময় কারোর জন্য থেমে থাকে না। নিজের তালে সে ঠিক চলতেই থাকে। একটি বছর যেমন অনেক মানুষের জন্য বয়ে আনে নতুন স্বপ্ন, আশার বার্তা, তেমনই আবার অনেকের জন্য শোকবার্তাও নিয়ে আসে। চলতি বছরই যেমন বিনোদন দুনিয়ার একাধিক তারকা (Celebrities) চিরবিদায় নিয়েছেন। আজকের প্রতিবেদনে এমনই কিছু উজ্জ্বল নক্ষত্রদের ফিরে দেখা যাক।
লতা মঙ্গেশকর (Lata Mangeshkar)- চলতি বছর ৬ ফেব্রুয়ারি, সরস্বতী পুজোর ঠিক পরের দিন চিরনিদ্রায় শায়িত হন ‘সুরসম্রাজ্ঞী’ লতা মঙ্গেশকর। ‘কোকিলকণ্ঠী’র মৃত্যুতে থমকে গিয়েছিল সম্পূর্ণ বিনোদন জগৎ। লতাজিকে শেষবারের মতো দেখার জন্য ভিড় করেছিলেন বিনোদন দুনিয়ার সেলেব থেকে শুরু করে অনুরাগী প্রত্যেকে।
সন্ধ্যা মুখোপাধ্যায় (Sandhya Mukhopadhyay)- ফেব্রুয়ারি মাসের ১৫ তারিখ ফের শোকের ছায়া নেমে আসে সঙ্গীতের দুনিয়ায়। লতাজির মৃত্যুর ধাক্কা কাটাতে না কাটাতেই ৯০ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ‘গীতশ্রী’ সন্ধ্যা মুখোপাধ্যায়। কিছুদিন অসুস্থ থাকার পর শহর কলকাতার এক বেসরকারি হাসপাতালে প্রয়াত হন তিনি।
বাপ্পি লাহিড়ী (Bappi Lahiri)- পরপর দুই কিংবদন্তি সঙ্গীতশিল্পীর মৃত্যুর পর ফের একটি বড় ধাক্কা পায় ভারতের সঙ্গীত দুনিয়া। লতা মঙ্গেশকর, সন্ধ্যা মুখোপাধ্যায় শুধু নন, চলতি বছর প্রয়াত হয়েছেন বাপ্পি লাহিড়ীও। দীর্ঘ অসুস্থতার পর ১৫ ফেব্রুয়ারি প্রয়াত হন ‘ডিস্কো কিং’ বাপ্পি।
কেকে (KK)- এই বছর সত্যিই সঙ্গীত দুনিয়ার ওপর দিয়ে প্রচুর ঝড় গিয়েছে। পরপর তিন কিংবদন্তি শিল্পীর মৃত্যুর পর সকলকে কাঁদিয়ে চিরবিদায় নেন কেকে। কলকাতার শো করার পর অসুস্থ হয়ে পড়েন তিনি। হাসপাতালে নিয়ে যাওয়ার আগে সবকিছু শেষ হয়ে যায়।
তাবাসুম (Tabassum)- গত নভেম্বর মাসের ১৮ তারিখ প্রয়াত হন বর্ষীয়ান অভিনেত্রী তামাসুম। ১৯৪৭ সালে মাত্র ৪ বছর বয়সে শিশুশিল্পী হিসেবে ‘নার্গিস’ ছবিতে অভিনয় করেছিলেন তিনি। এরপর ‘সংগ্রাম’, ‘সরগম’, ‘দিদার’ সহ একাধিক ছবিতে তাঁকে দেখেছেন দর্শকরা। এমনকি ক্ল্যাসিক ‘মুঘল-এ-আজম’এও অভিনয় করেছিলেন তিনি। হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন এই প্রবীণ অভিনেত্রী।
বিক্রম গোখলে (Vikram Gokhale)- ‘হাম দিল দে চুকে সনম’, ‘ভুল ভুলাইয়া’, ‘মিশন মঙ্গল’সহ একাধিক সুপারহিট বলিউড ছবিতে অভিনয় করা বর্ষীয়ান অভিনেতা বিক্রম গোখলেও চলতি বছর শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন। গত ২৬ নভেম্বর মৃত্যুর কোলে ঢলে পড়েন অভিনেতা।
রাজু শ্রীবাস্তব (Raju Srivastav)- কমেডির দুনিয়াও এই বছর একটি বড় ধাক্কা পেয়েছে। গত ২১ সেপ্টেম্বর প্রয়াত হন ‘কমেডি কিং’ রাজু শ্রীবাস্তব। হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। আর বাড়ি ফেরেননি রাজু। দিল্লির এইমসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
পল্লবী দে (Pallabi Dey)- গত ১৬ মে বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী পল্লবী দে’র ঝুলন্ত দেহ উদ্ধার হয়। এই ঘটনার জেরে গ্রেফতার হন তাঁর লিভ ইন সঙ্গী। অভিনেত্রীর মৃত্যুর পর বাংলা বিনোদন দুনিয়ায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল।
ঐন্দ্রিলা শর্মা (Aindrila Sharma)- ১ নভেম্বর ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ‘জিয়ন কাঠি’ অভিনেত্রী ঐন্দ্রিলা। টানা ২০ দিন লড়াই চালানোর পর ২০ নভেম্বর মৃত্যুর কাছে নতিস্বীকার করেন ২৪ বছরের এই অভিনেত্রী।
তুনিশা শর্মা (Tunisha Sharma)- বড়দিনের ঠিক আগের দিন উৎসবের মরসুমে ফের একবার বিনোদন দুনিয়ায় শোকের ছায়া নেমে আসে। গত ২৪ ডিসেম্বর প্রয়াত হন ২০ বছরের তুনিশা শর্মা।
‘আলিবাবাঃ দাস্তান-এ-কাবুল’ ধারাবাহিকে অভিনয় করছিলেন তুনিশা। শ্যুটিংয়ের মাঝে বিরতিতে মেক আপ রুমে আত্মঘাতী হন অভিনেত্রী। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।