• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘তোয়াড্ডা কুত্তা টমি, সাড্ডা কুত্তা কুত্তা’র জনপ্রিয় সংলাপে এবার মোদি মমতা, তুমুল ভাইরাল ভিডিও

Published on:

মমতা ব্যানার্জি নরেন্দ্র মোদি যশরাজ মুখাতে শেহনাজ গিল Mamata Banerjee Narendra Modi

যশরাজ মুখাতের (Yashraj mukhate) হাত ধরে এখন সোশ্যাল মিডিয়াতে কার্যত ট্রেন্ডিং বিগবস ১৩ (Bigboss 13)-এ শেহনাজ গিলের জনপ্রিয় সংলাপ , “তোয়াড্ডা কুত্তা টমি, সাড্ডা কুত্তা কুত্তা”। নেটিজেনদের মুখে মুখে এখন তুমুল হিট এই সংলাপ।

যশরাজ মুখাতে কখনও বিগ বসের কোনও প্রতিযোগীর বলা কোনও কথা, বা হিন্দি ধারাবাহিকের কোনও জনপ্রিয় ডায়লগ, আবার কখনও কোনো গানকে নতুন ভাবে কম্পোজ করে প্রকাশ করেন। যশরাজের এই ভিডিও এখনও অবধি অসংখ্য এডিটররাই এর ওর মুখে বসিয়েছেন। কিন্তু এবার এই ভিডিও বসেছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের (Mamata Banerjee) মুখে।

এই ভিডিও দেখে হেসে গড়াচ্ছেন নেট জনতা। মমতা এবং মোদির বিভিন্ন বক্তৃতা থেকে ছোট ছোট ক্লিপ সংগ্রহ করে তৈরি হয়েছে ‘তোয়াড্ডা কুত্তা টমি’র নতুন ভার্সান। ভিডিওতে কখনও দেখা যাচ্ছে মোদি ঢোল বাজাচ্ছেন, কখনও দেখা যাচ্ছে তিনি নাচছেন। মমতা মোদি ছাড়াও এই ক্লিপে স্মৃতি ইরানি, সোনিয়া গান্ধীর কিছু মুহুর্ত ঢোকানো হয়েছে। এই ভিডিও নেটজনতার একাংশের খুব পছন্দ হলেও, মোদি মমতার ভক্তরা ভিডিওটি দেখে বেজায় খচেছেন।

এর আগে বাংলা জনপ্রিয় ধারাবাহিক কৃষ্ণকলি (Krishnakoli) -র শ্যামা ও নিখিলের মুখেও এই সংলাপ বসিয়ে ভিডিও বানানো হয়েছিল, যা নেটপাড়ায় ভাইরাল হতে বেশি সময় নেয়নি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥