• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ধুলোয় মিশবে বলিউড! বক্স অফিসে ঝড় তুলতে আসছে ‘KGF 3’, প্রকাশ্যে রিলিজের দিনক্ষণ

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে প্রকাশ্যে এল দক্ষিণী সুপারস্টার যশ (Yash) অভিনীত ‘কেজিএফ ৩’র (KGF 3) টিজার (Teaser)। ‘কেজিএফ’ এবং ‘কেজিএফ ২’র আকাশছোঁয়া সাফল্যের পর থেকেই দর্শকরা ছবির তৃতীয় ভাগ রিলিজের অপেক্ষায় দিন গুনছিলেন। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটল। ‘কেজিএফ ২’র এক বছর পূর্তির দিনেই তৃতীয় ভাগের টিজার শেয়ার করলেন নির্মাতারা।

‘কেজিএফ’ ফ্র্যাঞ্চাইজির নির্মাতা হল হোমবেল ফিল্মস। এই ফ্র্যাঞ্চাইজির হাত ধরেই রাতারাতি দক্ষিণী তারকা থেকে প্যান ইন্ডিয়া স্টার হয়ে গিয়েছেন যশ। ‘কেজিএফ’এর থেকেও বেশি সফল হয়েছিল ‘কেজিএফ ২’। গোটা বিশ্বে ১০০০ কোটিরও বেশি ব্যবসা করেছে এই ছবি। তখনই নির্মাতারা জানিয়েছিলেন, ‘কেজিএফ ৩’র কথা। অবশেষে প্রকাশ্যে এল সেই ছবির টিজার (KGF 3 teaser)।

   

KGF 3, KGF 3 teaser

সম্প্রতি হোমবেল ফিল্মসের তরফ থেকে সোশ্যাল মিডিয়ায় ‘কেজিএফ ৩’র টিজার শেয়ার করা হয়। সেখানে এও জানানো হয়েছে, তৃতীয় ভাগের কাহিনী কোন প্রেক্ষাপটকে ঘিরে আবর্তিত হবে। জানা গিয়েছে, এই ছবিতে ১৯৭৮ থেকে ১৯৮১ পর্যন্ত রকি ভাইয়ের জীবনকাহিনী দর্শিত হবে।

বহুপ্রতীক্ষিত ‘কেজিএফ ৩’র টিজার শেয়ার করে নির্মাতারা লিখেছেন, ‘সবচেয়ে শক্তিশালী মানুষটা তাঁর দেওয়া কথা রেখেছেন। স্মরণীয় সমস্ত চরিত্র এবং অ্যাকশনে ঘেরা এক দারুণ সফরে আমাদের নিয়ে গিয়েছিল ‘কেজিএফ ২’। সমস্ত রেকর্ড ভেঙেছিল, অগণিত মানুষের মন জয় করেছিল। এক কথায় সিনেমার গ্লোবাল সেলিব্রেশন হয়েছিল। দুর্দান্ত গল্পের আরও এক বছর’।


টিজার প্রকাশ্যে আসার কয়েকদিন আগেই বলিউড নায়িকা রবীনা ট্যান্ডন যিনি ‘কেজিএফ ২’তে প্রধানমন্ত্রী রমিকা সেনের চরিত্রে অভিনয় করেছিলেন, তিনি ‘কেজিএফ ৩’ প্রসঙ্গে বলেছিলেন, ‘আমি আশা করব ‘কেজিএফ ৩’ হবে এবং আমরা সেই ছবির কাজ শীঘ্রই শুরু করব’।

KGF 3, KGF 3 teaser

প্রসঙ্গত উল্লেখ্য, যশ অভিনীত এবং প্রশান্ত নীল পরিচালিত ‘কেজিএফ’ ফ্র্যাঞ্চাইজির প্রথম ছবি ২০১৮ সালে প্রেক্ষাগৃহে রিলিজ করেছিল। দীর্ঘ ৪ বছরের অপেক্ষা শেষে গত বছর ১৪ এপ্রিল রিলিজ করে ‘কেজিএফ ২’। সেই ছবির এক বছর পূর্তি উপলক্ষ্যে প্রকাশ্যে এল ‘কেজিএফ ৩’র টিজার। এবার দেখা যাক, এই ছবি কবে রিলিজ করে।