• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

শাহরুখ-সলমন-আমিরের ট্রিপল ধামাকা, বক্স অফিস কাঁপাতে আসছে ‘টাইগার ভার্সেস পাঠান’ ও ‘ধুম ৩’!

Published on:

Yash Raj Films now focusing on Tiger vs Pathaan, Dhoom 4 work may resume on 2024

গত কয়েকদিন ধরেই হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির (Bollywood) অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে শীঘ্রই আসছে ‘টাইগার ভার্সেস পাঠান’ (Tiger vs Pathaan) এবং ‘ধুম ৪’ (Dhoom 4)। বি টাউনের তিন সুপারস্টার, শাহরুখ-সলমন এবং আমিরের ছবি একসঙ্গে আসার খবর পেয়ে স্বাভাবিকভাবেই প্রচণ্ড খুশি হয়েছিলেন অনুরাগীরা। এবার এই দুই ছবি ঘিরে আরও একটি আপডেট সামনে এসেছে, যা শোনার পর নিঃসন্দেহে সিনেপ্রেমী মানুষদের সেই খুশি কয়েকগুণ বেড়ে যাবে।

আদিত্য চোপড়ার যশ রাজ ফিল্মস (Yash Raj Films) এই মুহূর্তে ‘পাঠান’এর সাফল্য উপভোগ করছে। সারা বিশ্বে প্রায় ১১০০ কোটি টাকার ব্যবসা করেছে এই সিনেমা। এই বছরই আবার রিলিজ করবে যশ রাজের ‘টাইগার’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবিও। তবে ‘টাইগার ৩’ রিলিজের আগে থেকেই ‘টাইগার ভার্সেস পাঠান’এর কাজ শুরু হয়ে গিয়েছে। এমনকি এও শোনা গিয়েছে, শাহরুখ-সলমনের এই মেগা বাজেট ছবিতে ভিলেন হিসেবে দেখা যাবে ‘অ্যাকোয়াম্যান’ তারকা জেসব মোমোয়াকে।

Tiger vs Pathaan, Tiger vs Pathaan budget

তবে শুধু ‘টাইগার ভার্সেস পাঠান’ই নয়, যশ রাজের ‘ধুম ৪’ নিয়েও একাধিক আপডেট সামনে আসছে। জানা গিয়েছে, ‘লাল সিং চাড্ডা’র সাফল্যের পর এই ছবির হাত ধরেই ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন সুপারস্টার আমির খান। এখন জানা যাচ্ছে, ‘টাইগার ভার্সেস পাঠান’এর সঙ্গেই ‘ধুম ৪’র কাজও শুরু হয়ে গিয়েছে।

প্রায় এক দশক আগে রিলিজ করেছিল ‘ধুম’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি ‘ধুম ৩’। দ্বৈত চরিত্রে অভিনয় করেছিলেন আমির খান। ‘মিস্টার পারফেকশনিস্ট’এর নায়িকা হিসেবে দেখা গিয়েছিল ক্যাটরিনা কাইফকে। গত কয়েক বছর ধরে নাকি ‘ধুম ৪’এর চিত্রনাট্য লেখার কাজ চলছে।

Dhoom 3, Dhoom 4

সম্প্রতি বলিউডের অন্দরের এক সূত্র নামী এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, দীর্ঘ সময় ধরে ‘ধুম ৪’এর চিত্রনাট্য লেখার কাজ চললেও, কোনও গল্পই এখনও পর্যন্ত নির্মাতাদের প্রচণ্ড পছন্দ হয়নি। সেই জন্য ‘পাঠান’এর সাফল্যের দিকে নজর রেখে যশ রাজ ফিল্মস আপাতত ‘টাইগার ভার্সেস পাঠান’এর কাজ আগে শুরু করে দিয়েছেন।

যদিও তাতে ‘ধুম’ অনুরাগীদের মন খারাপ হওয়ার কিন্তু কিছু হয়নি। কারণ সংশ্লিষ্ট সূত্র এও বলেছেন, ‘টাইগার’, ‘পাঠান’এর মতোই আদিত্য চোপড়া ‘ধুম’কেও এগিয়ে নিয়ে যেতে চান। সেই জন্য কয়েক বছর ধরে চিত্রনাট্যের কাজ চলছে। তবে এখন ‘টাইগার ভার্সেস পাঠান’এর জন্য সেই কাজ কিছুটা বন্ধ হলেও, শীঘ্রই শুরু হয়ে যাবে। আগামী বছরের শেষের দিক নাগাদ অর্থাৎ ২০২৪ সালের শেষ দিকে ‘ধুম ৪’এর কাজ জোরকদমে শুরু হবে বলে খবর। অর্থাৎ আগামী দু’বছরে শাহরুখ-সলমন-আমিরকে পরপর এনে যশ রাজ যে বিরাট ধামাকা যে করতে চলেছে তা একেবারে নিশ্চিত।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥