• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

নীল বাতি লাগানো গাড়িতে শুটিংয়ে যেতে হয়? যশ-নুসরতের ভিডিও ভাইরাল হতেই প্রশ্ন নেটিজেনদের

Published on:

Yash Nusrat using goverment car for their shooting purpuse

বিনোদন জগতের সাথে রাজনীতির সম্পর্ক আজকের নয়, বিনোদন জগতের সাথে যুক্ত এমন বহু তারকাই রয়েছেন অভিনয়ের পাশাপাশি যাঁরা নাম লিখেছেন রাজনীতিতেও। বাংলা সিনেমা জগতের এমনই দুজন জনপ্রিয় অভিনেতা অভিনেত্রী হলে যশ দাশগুপ্ত এবং তার স্ত্রী তথা অভিনেত্রী নুসরাত জাহান (Yash Dashgupta & Nusrat Jahan)। দু বছর আগেই ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী হয়ে হেরে গিয়েছিলেন অভিনেতা যশ দাশগুপ্ত।

যার ফলে এই মুহূর্তে তিনি কোন রাজনৈতিক ক্ষমতার অধিকারী নন। তাই গাড়িতে নীল বাতি লাগানোর মত যে আইনি পদ বা যোগ্যতার প্রয়োজন তার অধিকারী তিনি নন। কিন্তু সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ভিডিওতে দেখা যাচ্ছে যশ নামছেন নীল বাতি লাগানো একটি গাড়ি থেকে আর তারপরেই সেই একই গাড়ি থেকে নামতে দেখা গেল অভিনেত্রী নুসরাত জাহানকে।

Yash Dasgupta and Nusrat Jahan, Yash Dasgupta and Nusrat Jahan production house, YD Films

তবে অভিনেতা থেকে সদ্য প্রযোজক হওয়া যশের গাড়িতে নীল বাতি দেখে উঠতে শুরু করেছে একাধিক প্রশ্ন।  প্রসঙ্গত এদিন সোশ্যাল মিডিয়ায় যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেই ভিডিওতে দেখা যাচ্ছে ডব্লিইবি১০৬৬৫২ নাম্বার প্লেট যুক্ত একটি গাড়ি থেকে নেমে তাঁরা দুজনে উঠছেন ভ্যানিটি ভ্যানে। সোশ্যাল মিডিয়ার দাবি করা হচ্ছে যশ এবং নুসরাত নীল বাতি লাগানো গাড়িতে চেপে তাদের আসন্ন সিনেমা মেন্টালের শুটিংয়ে এসেছেন।

যা দেখে কমেন্ট সেশনে উপচে পড়েছে মন্তব্যের বন্যা। সকলের দাবি গাড়িটি যদি সাংসদ নুসরত জাহানের হয় তাহলে সেই গাড়িটি তিনি ব্যক্তিগত কাজে কেন নিয়ে বেড়িয়েছেন? এছাড়াও প্রশ্ন উঠছে গাড়িটি যদি যশের নামে হয়ে থাকে তাহলে তিনি নীল বাতি লাগানো গাড়ির অধিকার কি করে পাচ্ছেন?

Tollywood,যশ দাশগুপ্ত,Nusrat Jahan,নুসরাত জাহান,Government Car,সরকারি গাড়ি,Troll,ট্রোল,Social Media,সোশ্যাল মিডিয়া,টলিউড

এছাড়াও জানা যাচ্ছে  গাড়িটির মালিকের নাম দেবাশীষ দাশগুপ্ত।যা যশের আসল নাম। জানা গেছে ওই গাড়িটির রেজিস্ট্রেশন হয় ২০১৮ সালে। গাড়ির মালিক দেবাশীষ দাশগুপ্তের নামে। প্রসঙ্গত নীল বাতি লাগানো গাড়িকে কেন্দ্র করে জনমানসে একটি প্রচলিত মিথ রয়েছে।

তা হল ভিড় রাস্তায় নীল বাতি লাগানো গাড়ি অনেক বেশি পুলিশি সুযোগ-সুবিধা পেয়ে থাকে। তাই প্রশ্ন উঠছে সেই বাড়তি সুযোগ সুবিধা পেতেই কি এই নীল বাতি লাগানোর গাড়িতে ঘুরছেন? আবার প্রশ্ন উঠছে আসন্ন সিনেমা মেন্টালের শুটিংয়ের জন্যই কি প্রপ হিসাবে ওই নীল বাতি লাগানো গাড়িটি ব্যবহার করা হয়েছে কিনা?

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥