• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

এবার হিন্দি শেখা শুরু করলেন কেজিএফের যশ! বলিউডে ধামাকাদার এন্ট্রি মেরে নিজে মুখেই বলবেন ডায়লগ

কেজিএফ চ্যাপ্টার ২ KGF Chapter 2 যশ Yash

হিন্দি ছবির ইতিহাসে ‘কেজিএফ চ্যাপ্টার ২’ (KGF Chapter 2) এর হিন্দি সংস্করণ ইতিমধ্যেই সিনেমার ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ আয়কারী হিন্দি চলচ্চিত্র হয়ে উঠেছে, যদিও আসল ছবিটি কন্নড় ইন্ডাস্ট্রির। তবুও হিন্দি, তামিল, তেলেগু এবং মালায়ালাম ভাষায় ডাবিং করে এই ছবি মুক্তি পেয়েছে। আর সব ভাষাতেই এই ছবির সফলতা আকাশছোঁয়া। যশের KGF-2 এর হিন্দি সংস্করণ গত বুধবার পর্যন্ত আয় করেছে ৩৪৩.১৩ কোটি টাকা। অর্থাৎ KGF 2 ‘টাইগার জিন্দা হ্যায়’, ‘পিকে’ এবং ‘সঞ্জু’-এর মতো ছবিকে পেছনে হিন্দি ছবির ইতিহাসে আয়ের নিরিখে তৃতীয় স্থানে উঠে এসেছে।

পর পর সাউথের ছবি বক্স অফিসে কার্যত সুনামি তুলছে। সম্প্রতি মুক্তি পেয়েছে বহু প্রতীক্ষিত কেজিএফ ছবির দ্বিতীয় পর্ব কেজিএফ চ্যাপ্টার ২ (KGF Chapter 2)। ছবিতে সুপারস্টার যশকে (Yash) দেখা গিয়েছে মূল নায়কের চরিত্রে। সাথে খল নায়কের চরিত্রে ছিলেন সঞ্জয় দত্ত। সোনার খনির জন্য অসহায় সাধারণ মানুষের ওপর হওয়া অত্যাচার নিয়ে তৈরী ছবির কাহিনী। ২০১৮ সালে প্রথম চ্যাপ্টার মুক্তি পাওয়ার পর থেকেই মানুষের মধ্যে উত্তেজনা ছিল বাঁধ ভাঙা। প্রথম পার্ট দেখবার পর থেকেই সকলে এর সিক্যুয়েলের অপেক্ষায় ছিলেন।

cropped-KGfYashRocky.jpg

আয়ের দিক থেকে KGF 2-এর হিন্দি সংস্করণের চেয়ে এগিয়ে রয়েছে মাত্র দুটি ছবি ‘বাহুবলী 2’ এবং ‘দঙ্গল’, আমির খান অভিনীত ‘দঙ্গল’ সারা দেশ থেকে আয় করেছিল ৫৩৮.৩৮ কোটি টাকা। ছাড়া এই ছবিটি বিশ্বব্যপি আয় করেছিল ২০২৪ কোটি টাকা। ‘বাহুবলী ২’ ছবিও রেকর্ড ব্রেকিং আয় করেছিল চীন থেকেই।

yash

এবার বলিউডের সব ছবিকেও টেক্কা দিতে পারেন যশ ,তার কারন তিনি আর ডাবিং এর উপর ভরসা না করেন নিজেই বলবেন হিন্দি সংলাপ। এমনকি ইতিমধ্যেই তিনি হিন্দি শেখ শুরুও করে দিয়েছেন।বলিসূত্রের খবর, অন্যান্য দক্ষিণী অভিনেতার মত এক ভুল করছেন না যশ। নিজের সিনেমার জন্য ডাবিংয়ের কাজটাও নাকি তিনি নিজের কাঁধে তুলে নেবেন  খবর এমনই।

 

 

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥