বিনোদনসিনেমা

এখনও এত খিদে কেন? এবার নতুনদের চান্স দিন! প্রসেনজিৎকে নিয়ে বিস্ফোরক যশ

প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) এবং যশ দাশগুপ্ত (Yash Dashgupta)দুজনেই হলেন টলিউডের (Tollywood) দুই প্রজন্মের দুই জনপ্রিয় সুপারস্টার।  প্রসেনজিৎ মানেই আজও টলিউডের ইন্ডাস্ট্রি। তাঁর স্টারডামের কাছে ফিকে যে কারও হিরোইজম। এহেন  প্রসেনজিৎকে উদ্দেশ্য করেই একবার অভিনেতা যশ দাশগুপ্ত বলেছিলেন নতুনদের সুযোগ দিতে প্রসেনজিতের নাকি একটু বসে যাওয়া উচিত। যাতে নতুনরা চান্স পায়।

তবে প্রসেনজিতের উদ্দেশ্যে যশের এই মন্তব্য এখনকার নয়। প্রসঙ্গত বিগত বেশ কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে জি বাংলার পুরনো রিয়ালিটি শো অপুর সংসারের বেশ কিছু পুরোনো ভিডিও। এবার তেমনই  প্রকাশ্যে এসেছে শাশ্বত চট্টোপাধ্যায় সঞ্চালিত ননফিকশন এই রিয়েলিটি শো এর আরো একটি ভিডিও।

Prosenjit Chatterjee, প্রসেনজিৎ চ্যাটার্জী
প্রসেনজিৎ চ্যাটার্জী

সেখানে উপস্থিত হতে দেখা গিয়েছে টলিউডের জনপ্রিয় নায়ক যশ দাশগুপ্তকে। যদিও তখন ইন্ডাস্ট্রিতে তাঁর এত নামডাক হয়নি। তাছাড়া নুসরাতের সাথে তখন বিয়েও হয়নি যশের। তখন সবে সবে ইন্ডাস্ট্রিতে পা রেখেছেন তিনি। তবে সেই সময় নুসরাত এর প্রতি যশের মতামত জানতে চাওয়া হলে অভিনেতা বলেন নুসরাত সকলকে নিজের বনু নয়তো ভালো বন্ধু বলে থাকেন।

Tollywood actor Yash Dasgupta talks about his acting
যশ দাসগুপ্ত

কিন্তু নুসরতের কাছে যশের প্রশ্ন ছিল এমন কি কেউ রয়েছেন যিনি নুসরাতের ভালো বন্ধু নন? যশের এই প্রশ্ন বেশ ইন্টারেস্টিং লেগেছিল খোদ সঞ্চালক শাশ্বত চট্টোপাধ্যায়েরও।  যদিও এখন পরিস্থিতি অন্যরকম। বদলে গিয়েছে সম্পর্কের সমীকরণ। যশ এখন নুসরতের বিবাহিত স্বামী। ছেলে ঈশানকে নিয়ে এখন ভরা সংসার তাঁদের।

অন্যদিকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের দারুন ভক্ত যশ। তাঁর উদ্দেশ্যে মনের কথা উজাড় করে দিয়ে যশ বলেছিলেন ৩৫০ এর উপর সিনেমায় অভিনয় করার পরেও প্রসেনজিতের এত খিদে কেন? ইন্ডাস্ট্রিতে নতুন যশোর অদ্ভুত দাবি ছিল কিছুদিন নিজে বসে গিয়ে যশের মত নতুন নায়কদের অভিনয়ের সুযোগ দেওয়া উচিত প্রসেনজিৎ এর।

তবে এখন পরিস্থিতির বদল এসেছে নায়িক হিসাবে ইতিমধ্যেই টলিউডে বেশ খ্যাতি  অর্জন করেছেন যশ নিজেও। ইতিমধ্যেই পা রেখেছেন আরব সাগর পাড়ে বলিউড ইন্ডাস্ট্রিতেও। সব মিলিয়ে নিজের কেরিয়ারে দুর্দান্ত একটা সময় কাটাচ্ছেন অভিনেতা।

Back to top button