• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘হাতের সার্ভিস লাগলে বলো…’! নুসরতের বোল্ড ভিডিওয় ‘দুষ্টু কমেন্ট’ যশের, নজর কাড়ল নেটিজেনদের

Updated on:

Yash Dasgupta shares a special message on Nusrat Jahan’s trip video

টলিউডের (Tollywood) চর্চিত জুটিগুলির মধ্যে একটি হল নুসরত জাহান (Nusrat Jahan) এবং যশ দাশগুপ্তের (Yash Dasgupta) জুটি। সপ্তাহের সাতদিনই কোনও না কোনও সংবাদমাধ্যমের শিরোনামে উঠে আসেন তাঁরা। কখনও কাজের সৌজন্যে, কখনও আবার ব্যক্তিগত জীবনের জন্য নেটিজেনদের নজরে চলে আসেন ‘যশরত’। সম্প্রতি যেমন নুসরতের একটি ভিডিওয় (Video) ‘দুষ্টু’ মন্তব্য করে চর্চার কেন্দ্রে চলে এসেছেন যশ।

দুর্গা পুজো মিটতে না মিটতেই টলিপাড়ার এই তারকাজুটি মলদ্বীপ (Maldives) উড়ে গিয়েছেন। এই ট্রিপে যাওয়া নিয়ে একটি রিল ভিডিও শেয়ার করেছেন নুসরত। সেই ভিডিওর শুরুতে একটি হাতের মুঠো দেখা যাচ্ছে। এই হাতে হাত রেখেই তিলোত্তমা থেকে মলদ্বীপ উড়ে গিয়েছেন অভিনেত্রী। আর এই হাত যে যশ ছাড়া আর কারোর নয় তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না।

Yash Dasgupta on comment on Nusrat Jahan's post

কলকাতা থেকে মলদ্বীপ যাওয়ার এই ভিডিও শেয়ার করে নুসরত লেখেন, ‘এই পিক আপ ড্রপ সার্ভিস আমার  ভীষণ পছন্দের। ক্যামেরার সামনে এবং পিছনে হাত রয়েছে যশ দাশগুপ্তের’। অভিনেত্রী এই ভিডিও পোস্ট করা মাত্রই মজার ছলে কমেন্ট করেন যশ।

‘ইয়ারিয়া ২’ নায়ক লেখেন, ‘আমার ‘হ্যান্ড’ সার্ভিস যদি আপনার আরও লাগে তাহলে বলবেন। সাহায্য করতে পারলে আমার ভালোলাগবে’। এই কমেন্টের সঙ্গেই চোখ মারার একটি ইমোজি যোগ করেন অভিনেতা। যশ যে কথাটি ইয়ার্কির করে বলেছেন তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। যদিও তাঁর এই কমেন্টকে অনেকেই মজা করে ‘দুষ্টু’ তকমা দিয়েছেন।

Yash Dasgupta and Nusrat Jahan, Yash Dasgupta and Nusrat Jahan production house, YD Films

প্রসঙ্গত, টলিউডে নামডাক হওয়ার পর এবার বলিউডে পাড়ি দিয়েছেন যশ। পুজোর আবহে রিলিজ করেছে অভিনেতার ডেবিউ ছবি ‘ইয়ারিয়া ২’। সেই সিনেমায় দিব্যা খোসলা কুমারের বিপরীতে দেখা গিয়েছে এই বঙ্গ তনয়কে।

 

View this post on Instagram

 

A post shared by Nussrat Jahan (@nusratchirps)


গত কয়েক মাস ‘ইয়ারিয়া ২’র প্রচার নিয়ে বেজায় ব্যস্থ ছিলেন যশ। কখনও মুম্বই, কখনও দিল্লি ছুটতে হচ্ছিল তাঁকে। এই সিনেমার সাফল্য নিয়ে বেশ আশাবাদী ছিলেন অভিনেতা। যদিও ছবির বক্স অফিস কালেকশন এখনও সামনে আসেনি। তা সামনে আসলে বোঝা যাবে, যশের ডেবিউ ছবি বক্স অফিসে আদৌ কামাল দেখাতে পেরেছে কিনা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥