• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বাঙালির ভ্যালেন্টাইন্স ডে বলে কথা! যশের হাত ধরে শাড়ি পরে সরস্বতী আরাধনায় মাতলেন নুসরত জাহান

Published on:

yash dasgupta,nusrat jahan,saraswati pujo,tollywood

গতকাল ছিল সরস্বতী পুজো, অর্থাৎ বকলমে বাঙালির ভ্যালেন্টাইন্স ডে। এদিনে এক ঝাঁক যুবক যুবতী হলুদ প্রজাপতির মতো ঝলমল করে বেড়ায় চারিপাশে। শাড়ির সাথে ম্যাচিং পাঞ্জাবি পরে এদিন হাত ধরে ঘোরে প্রেমিক প্রেমিকারা। ঠিক সদ্য প্রেমে পড়া যুবক যুবতীর মতোই সরস্বতী পুজো কাটালেন নুসরত জাহান এবং যশ দাশগুপ্ত। এই মুহুর্তে টক অফ দ্য টাউন যশ নুসরত জুটি, তাদের নিয়ে বিতর্কের শেষ নেই। কিন্তু সেসবকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে দিব্য জীবনের মজা নিচ্ছেন যশরত জুটি।

এক সন্তানের জন্ম দেওয়ার পরেও চুটিয়ে প্রেম করছেন যশরত। সরস্বতী পুজোয় বাসন্তী রঙা শাড়ি আর ছিমছাম সোনার গয়নায় সেজেছিলেন নুসরত, কিন্তু যশ আর পাঞ্জাবীর ঝক্কি পোহাননি। বরং মনের মানুষের শাড়ির রঙের সাথে কনট্রাস্ট করে উজ্জ্বল আসমানি নীল রঙের শার্টে সেজেছিলেন যশ। দুজনেই মা সরস্বতীর সামনে দাঁড়িয়ে হাসি মুখে পোজ দিয়েছেন।

yash dasgupta,nusrat jahan,saraswati pujo,tollywood

এদিন স্টুডিও পাড়ায় পরিচালক শিলাদিত্য মৌলিকের পুজোতেই হাজির ছিলেন যশ নুসরত। এছাড়াও নিজেদের কাছের বন্ধু তথা প্রযোজক-অভিনেত্রী এনা সাহার প্রযোজনা সংস্থার সরস্বতী পুজোয় যোগ দেন এই তারকা জুটি। সারাদিন অঞ্জলি দেওয়া থেকে ভোগ খাওয়া সবই চুটিয়ে উপভোগ করলেন এই জুটি। খিচুড়ি থেকে কুলের আচার কিছুই বাদ দেন নি তারা।

 

গতবছর আগস্ট মাসেই নিন্দুকদের মুখে ছাই দিয়ে মা হয়েছেন টলিউড অভিনেত্রী নুসরত জাহান (Nusrat Jahan)। ফুটফুটে পুত্র সন্তানের ঈশানের (Yishaan) জন্ম দিয়েছেন তিনি। তার সন্তানের বাবা নুসরতের বিতর্কিত প্রেমিক যশ দাশগুপ্ত (Yash Dasgupta)। এই মুহূর্তে টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি হলেন নুসরত জাহান এবং যশ দাশগুপ্ত। গত বছর থেকেই লাগাতার চর্চায় রয়েছেন যশ নুসরত।

 

 

View this post on Instagram

 

A post shared by Nusrat (@nusratchirps)

শুরুর দিকে সম্পর্কের কথা গোপন রাখলেও,এখন তারা খুল্লাম খুল্লা প্রেম করেন। দুজনেই ‘ভালোবাসায় বোল্ড’। তাই আর লুকোছাপা নয় তারা প্রকাশ্যেই জানিয়েছেন একে অপরের প্রতি নিজেদের দুর্বলতার কথা। দেখতে দেখতে নুসরত পুত্রের বয়স ও কিন্তু ৬ মাস হতে চলল। জন্মের আগে থেকেই জল্পনার কেন্দ্রে থেকে এখন রীতিমতো সোশ্যাল মিডিয়া স্টার ঈশান। মাঝে মধ্যেই একরত্তি ছেলের দস্যিপনার নানান ছবি এবং ভিডিও শেয়ার করে থাকেন অভিনেত্রী। ছেলে, সংসার, অভিনয়, রাজনীতি একসাথে সব দিক সালের সোশ্যাল মিডিয়ায় নিয়মিত অ্যাক্টিভ থাকেন ঈশানের সুপার কুল মম নুসরত। তারা সাফ জানিয়েছেন ঈশান হবে ধর্মনিরপেক্ষ।

 

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥