টলিউড (Tollywood) ইন্ডাস্ট্রির হ্যান্ডসাম অভিনেতাদের মধ্যে একজন হলেন যশ দাসগুপ্ত (Yash Dasgupta) । একসময় সিরিয়াল দিয়ে পথ চলা শুরু হলেও জনপ্রিয়তা কিন্তু বরাবরই তুঙ্গে ছিল। তাই টেলিভিশন থেকে রুপোলি পর্দায় এসে সাফল্য মিলেছিল ভালোই। তবে এবার বাংলা ইন্ডাস্ট্রি থেকে সোজা বলিউডে পা দিলেন যশ। এই খবর পাওয়া মাত্রই উত্তেজনা বেড়ে গিয়েছে যশভক্তদের মধ্যে।
বলিউডের কাজের জন্য ইতিমধ্যেই মুম্বাইতে পাড়ি দিয়েছেন অভিনেতা। সেখানেই চলছে প্রাথমিক শুটিংয়ের কাজ। এরপর নাকি আউটডোর শুটিংয়ের জন্য উত্তর ভারতে পাড়ি দেবেন অভিনেতা। বিশেষ সূত্র মতে এমনটাই খবর মিলেছে। তবে শুধু এটুকু নয় আরও বেশ কিছু খবর মিলেছে। প্রথমে খবর মিলেছিল যে সিনেমায় নায়কের চরিত্রেই দেখা যাবে বাংলার যশকে। তবে জল্পনা এও রয়েছে যে, নায়ক হিসাবে নয় বরং প্রধান সহ অভিনেতা হিসাবে দেখা যাবে যশকে।
তবে এবার অভিনেতা নিজের বলিউড যাত্রা নিয়ে বড়সড় আপডেট জানিয়েছেন নিনেই। একেবারে নিজের প্রথম ছবির মোশন পোস্টার শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়াতে। বলাবাহুল্য নিমেষের মধ্যে ভাইরাল সেই পোস্ট। কারণ যশের ওপর ক্রাশ খাওয়া ফ্যানেদের সংখ্যাটা কিন্তু নেহাত কম নয়! তাহলে কি নাম ছবি? কবে রিলিজ হচ্ছে অভিনেতার প্রথম হিন্দি ছবি?
যেমনটা জানা যাচ্ছে, আজ থেকে বেশ কয়েক বছর আগে রিলি হয়েছিল ‘Yariya’। এবার সেই ছবিরই দ্বিতীয় পার্ট আসতে চলেছে। আর এটাই হতে চলেছে যশ দাসগুপ্তের প্রথম হিন্দি ছবি।বিনয় সাপ্রু ও রাধিকা রাও পরিচালিত এই ছবির নায়িকা হিসাবে দেখা যাবে সুন্দরী অভিনেত্রী দিব্যা খোসলা কুমারকে। তবে মিজান জাফরি, ওয়ারিনা হুসেন, লিলেত দুবে, প্রিয়া প্রকাশ বেরিয়াকও থাকবেন বিভিন্ন চরিত্রে।
View this post on Instagram
এবার প্রশ্ন হল কবে মুক্তি পেতে চলেছে এই ছবি? এর উত্তর হল আগামী বছর ২রা মে তারিখে মুক্তি পাওয়ার ‘ইয়ারিয়া ২’। আর এই তারিখটির জন্য এখন থেকেই অপেক্ষা শুরু দিয়েছেন। ভক্তদের সকলেরই আশা, টলিউডের পর বলিউডেও কাঁপিয়ে দেবেন যশ। অবশ্য এর আগেও মুম্বাইতে কাজ করেছিলেন অভিনেতা, কিন্তু সেগুলি ছিল মূলত বিজ্ঞাপণীর জন্য।