• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সইফ আলি খানের পাশে এই পুচকে ছেলে এখন টলিউডের সুপারস্টার! না চিনলে দেখুন ছবি

Published on:

বলিউডের প্রতিষ্ঠিত অভিনেতা সইফ আলি খানকে (saif ali khan) তো সকলেই চেনেন। তার আর আলাদা করে পরিচয় দেওয়ার তো দরকারই নেই। বলিউডের নবাব তিনি। কিন্তু তাকে চেনানোর প্রয়োজন না হলেও এই ছবিতে তার পাশে নীল জামা পরা খুদে বালকটিকে কি চেনেন? ভাবছেন কে না কে হবে তাইতো? কিন্তু এক্ষুনি যদি নামটা বলি আপনিও আকাশ থেকে পড়বেন৷

আজ্ঞে এই বালক এখন টলিউডের সুপারস্টার। তাও বুঝলেন না তো? আরেকটা ক্লু দিই তবে? সদ্য বাবাও হয়েছেন তিনি। তাও চিনলেন না! তবে বলেই দিই ছবির এই নীল জামা পরা খুদেটি হল টলিউডের সুপারস্টার যশ দাশগুপ্ত। একটি জনপ্রিয় ধারাবাহিক ছিল ষ্টার জলসা চ্যানেল এর সুপারহিট ধারাবাহিক ‘বোঝেনা সে বোঝেনা’। সিরিয়ালের জনপ্রিয় জুটি অরণ্য-পাখিকে দর্শক আজও খুব মিস করেন। এই অরণ্য পাখি আর কেউ নন যশ দাসগুপ্ত ও মধুমিতা সরকার।

এই ধারাবাহিক থেকেই টলিউডে জনপ্রিয়তার শিখরে পৌঁছান যশ৷ এবার ভাইরাল হয়েছে অভিনেতারই ছেলেবেলার এই ছবিটি। একটু ভালো করে লক্ষ্য করলেই দেখবেন দিব্য চেনা যাচ্ছে অভিনেতাকে। তার হাসি, চাহনি সব একই রকম রয়েছে।

এক সাক্ষাৎকারে যশ জানিয়েছিলেন, স্বভাবে তিনি ভীষণ লাজুক প্রকৃতির। তার বাবা অভিনেতা ছিলেন, তার হাত ধরেই ইন্ডাস্ট্রিতে পা রাখা যশের। এখন টলিউডের সুপারস্টার হলেও তার প্রথম ইন্ডাস্ট্রিতে অভিষেক কিন্তু হিন্দী ধারাবাহিকের মধ্যে দিয়েই। কলকাতায় জন্ম হলেও যশের বেড়ে ওঠা মুম্বইতেই। সইফ আলী খানের সঙ্গে একটি ছবিতে শিশু শিল্পী হিসেবে অভিনয় করেছিলেন যশ, এটা তারই ছবি।

Yash Dasgupta likes to see beautiful girls after wake up

বর্তমানে টলিউডের ব্যস্ততম অভিনেতাদের একজন তিনি। সদ্যই বাবা হয়েছেন যশ। নুসরতের হাতে হাত রেখেই তাদের ছেলে ঈশানকে বড় করে তুলছেন তারা।অভিনেতার ছেলেবেলার ছবি দেখে আনন্দে আটখানা তার অনুরাগীরা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥