গতবছর আগস্ট মাসেই নিন্দুকদের মুখে ছাই দিয়ে মা হয়েছেন টলিউড অভিনেত্রী নুসরত জাহান (Nusrat Jahan)। ফুটফুটে পুত্র সন্তানের ঈশানের (Yishaan) জন্ম দিয়েছেন তিনি। তার সন্তানের বাবা নুসরতের বিতর্কিত প্রেমিক যশ দাশগুপ্ত (Yash Dasgupta)। এই মুহূর্তে টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি হলেন নুসরত জাহান এবং যশ দাশগুপ্ত। গত বছর থেকেই লাগাতার চর্চায় রয়েছেন যশ নুসরত।
শুরুর দিকে সম্পর্কের কথা গোপন রাখলেও,এখন তারা খুল্লাম খুল্লা প্রেম করেন। দুজনেই ‘ভালোবাসায় বোল্ড’। তাই আর লুকোছাপা নয় তারা প্রকাশ্যেই জানিয়েছেন একে অপরের প্রতি নিজেদের দুর্বলতার কথা। দেখতে দেখতে নুসরত পুত্রের বয়স ও কিন্তু ৭ মাস হতে চলল। জন্মের আগে থেকেই জল্পনার কেন্দ্রে থেকে এখন রীতিমতো সোশ্যাল মিডিয়া স্টার ঈশান।
যশ দাশগুপ্ত হিন্দু, এবং নুসরত মুসলিম। তাই এই দম্পতি আগেই জানিয়েছিলেন তাদের সন্তান ঈশান হবে ধর্ম নিরপেক্ষতার প্রতীক। অর্থাৎ বোঝাই যাচ্ছে নুসরত এবং যশ উভয়েই উভয়ের ধর্মকে সম্মান করে। তারা জানান, তাদের ছেলে দুই ধর্মকেই চিনবে এবং শ্রদ্ধা করবে৷ তাই তাদের সংসারে দীপাবলি, দুর্গাপূজা যেমন পালন হয় তেমনই ঈদ বড়দিনও পালন করা হয়।
কিন্তু তাদের সাথে সমাজের মানসিকতা তো আর মেলে না। সম্প্রতি যশ দাশগুপ্ত পবিত্র রমজান মাসের শুভেচ্ছা জানাতে ফেজ টুপি পরে ছবি দিয়েছিলেন, অন্যদিকে নুসরত ও হিজাব পরা ছবি দিয়েছিলেন কিন্তু এই পোস্ট দেখে একদল নেটিজেন ক্ষেপে লাল হয়ে যান এবং যশকে তীব্র ট্রোল করেন। নেটিজেনরা জানিয়েছেন অভিনেত্রী নুসরত জাহান এর সঙ্গে থাকার জন্যই বোধহয় নিজের হিন্দু ধর্মকে অবহেলা করছেন যশ দাশগুপ্ত। কিন্তু প্রতিবারের মতো এবারেও ট্রোলিং এ কান দেননি অভিনেতা।