ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক এবং বাংলার গর্ব সৌরভ গাঙ্গুলীর বায়োপিক (Sourav Ganguly biopic) নিয়ে চর্চা সর্বত্র। বড়পর্দায় কোন অভিনেতা দাদাগিরি করবেন তা নিয়ে আলোচনার অন্ত নেই অনুরাগীদের মধ্যে। গত কয়েক মাস ধরে শোনা যাচ্ছিল, বলিউড সুপারস্টার রণবীর কাপুর সৌরভের (Sourav Ganguly) বায়োপিকে থাকছেন। কিন্তু হঠাৎ করেই এখন উঠে আসছে অভিনেতা যশ দাশগুপ্তের (Yash Dasgupta) নাম।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সৌরভ, যশ এবং নুসরত জাহানের (Nusrat Jahan) একটি ছবি ভাইরাল (Viral) হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, একগাল হাসি নিয়ে ‘যশরত’এর সঙ্গে কথা বলছেন ‘দাদা’। এরপর থেকেই সৌরভের বায়োপিকে যশের থাকা নিয়ে চর্চা শুরু হয়েছে। সত্যিই কি তাই? বলিউড হিরোদের টেক্কা দিয়ে শেষ পর্যন্ত বাজিমাত করলেন টলিপাড়ার যশ?
গত সপ্তাহের বুধবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সল্টলেক ক্যাম্পাসে দিল্লি ক্যাপিটালসের ক্যাম্প চলছিল। সেখানে সৌরভ উপস্থিত ছিলেন। আচমকাই হাজির জন যশ-নুসরত। প্রায় আধ ঘণ্টা ধরে বৈঠক করে তাঁরা। এছাড়া গতকাল সৌরভের ঘনিষ্ঠ বন্ধু সঞ্জয় দাসও উপস্থিত ছিলেন। তিনি আবার ‘দাদা’র বায়োপিকের ব্যবস্থাপনার দায়িত্ব সামলাচ্ছেন। ব্যস, এরপর থেকেই বায়োপিক যোগ নিয়ে চর্চা শুরু হয় নেটপাড়ায়।
তবে যশ বড়পর্দায় সৌরভ হলেও বায়োপিকে নুসরতের ভূমিকা কী? এই প্রশ্ন থেকেই আরও একটি সম্ভাবনার কথা উঠে এসেছে। গতকাল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সল্টলেক ক্যাম্পসে একটি নামী বেসরকারি সংস্থার কর্ণধারকেও দেখা গিয়েছিল। তাই অনেকের অনুমান, বিজ্ঞাপনের শ্যুটিংয়ের আলোচনাও হতে পারে সৌরভ, যশ, নুসরতের মধ্যে। যদিও সত্যি কোনটা তা এখনও জানা যায়নি।
প্রসঙ্গত উল্লেখ্য, গত কয়েকমাস ধরেই চর্চায় রয়েছে সৌরভের বায়োপিক। প্রথমে শোনা গিয়েছিল, রণবীর কাপুরকে বড়পর্দায় সৌরভ হয়ে ছক্কা হাঁকাতে দেখা যাবে। এরপর কলকাতায় এসে রণবীর নিজে এই বিষয়ে মুখ খোলেন। ঋষি-পুত্র জানান, ‘দাদা’র বায়োপিকের কোনও অফার তাঁকে দেওয়া হয়নি।
রণবীর একথা বলার পর বলিউডের আর এক অভিনেতার নাম উঠে আসে। শোনা যায়, রণবীর নন, বরং আয়ুষ্মান খুরানাকে নাকি বড়পর্দায় সৌরভ হিসেবে দেখা যাবে। কিন্তু এসবের মাঝেই যশের সঙ্গে ‘দাদা’র ছবি ভাইরাল হল। তাহলে কি সবাইকে টেক্কা দিয়ে বায়োপিকে যশ থাকছেন? এই উত্তর জানার জন্য অপেক্ষা করতে হবে অফিশিয়াল ঘোষণার।