• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ভক্তদের অপেক্ষা শেষ, রুপোলি পর্দায় ফিরছে যশ-মধুমিতার জুটি!

Published on:

বাংলা সিরিয়াল ‘বোঝে না সে বোঝেনা’ তে পাখি আর অরণ্য জুটিকে আজ দর্শকেরা মনে রেখেছে। যেমন অভিনয় তেম গল্প একসময় সন্ধ্যে হলে বাঙালির ঘরে ঘরে একটাই মিউজিক শোনা যেত, ‘বোঝে না সে বোঝে না’। খুব কম সময়েই সিরিয়ালটি জনপ্রিয়তার শিখরে পৌঁছেছিল। এমনকি টিআরপি দিক থেকেও বেশ ভালো ছিল সিরিয়ালটি। তবে সিরিয়ালটি অন্য সিরিয়ালের তুলনায় অনেক কম সময়েই শেষ হয়ে যায়। আজ বহু বছর হয়ে গেছে সিরিয়ালটি শেষ হয়ে।

সিরিয়াল শেষ হলেও সিরিয়ালের পাখি ও অরণ্যকে মনে রেখেছে দর্শকেরা। পাখি অর্থাৎ  মধুমিতা সরকার (Madhumita Sarkar) আর অরণ্য অর্থাৎ যশ দাশগুপ্ত (Yash Dashgupta)। যশ দাশগুপ্ত টলিউডে আত্মপ্রকাশ করেছেন ইতিমধ্যেই। ‘গ্যাংস্টার’ ছবি দিয়ে টলিউডের পথে চলা শুরু করেছেন যশ। এর পর একেরপর এক ছবিতে অভিনয় করেছেন। সম্প্রতি  যশের শেষ অভিনীত ছবি ‘এসওএস কলকাতা’ রিলিজ করেছে। অন্যদিকে মধুমিতাও টলিউডে পা রেখেছে কিছুদিন আগেই ‘লাভ আজ কাল পরশু’ ছবিতে মধুমিতাকে দেখা গিয়েছে। এটিই মধুমিতার প্রথম ছবি।

এখন দুজনেই যখন সিরিয়ালের পরে টলিউডে পা রেখেছেন, দর্শকদের মনে কৌতহূলের শুরু। কবে এই দুই জুটিকে একত্রে দেখা যাবে রুপোলি পর্দায় অর্থাৎ বাংলা ছবিতে। দুজনের একসাথে করা ছবির জন্য অপেক্ষায়  রোয়েছিলেন দর্শকেরা। এবার সেই অপেক্ষার অবসান ঘটিয়ে আসছে যশ-মধুমিতা অভিনীত ছবি। এস.ভি.এফ এর তরফে এই সুখবর জানানো হয়েছে। যদিও ছবির নাম বা গল্প কোনোটাই এখনো প্রকাশ্যে আসেনি। তবে আশা করা যায় ২০২১ এই এই জুটিকে একসাথে অভিনয় করতে দেখা যাবে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥