গত ৪ঠা জুন কোনো পূর্বাভাস ছাড়াই বলিপাড়ায় হঠাৎ বয়ে গেল খুশির হাওয়া৷ করোনা আবহে কাউকে না জানিয়ে, এক্কেবারে জাঁকজমক ছাড়াই সাত পাক ঘুরে ফেললেন বলিউডের মিষ্টি অভিনেত্রী ইয়ামি গৌতম (Yami Gautam) । সৌভাগ্যবান বলিউডের বিখ্যাত পরিচালক ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ (Uri: The Surgical Strike) খ্যাত আদিত্য ধর (Aditya Dhar) ,এই ছবিতে ইয়ামিকেও দেখা গিয়েছিল গুরুত্বপূর্ণ চরিত্রে। কিন্তু বলিপাড়ার কেউই আঁচ করতে পারেননি ইয়ামি আদিত্যর সম্পর্ক।
শোনা যায় ‘উড়ি’র শ্যুটিং-এর সময় থেকেই নাকি ইয়ামি আদিত্যর মন উড়ু উড়ু। ট্যুইটারে এদিন নিজের বিয়ের খবর জানাতেই সকলের তো চক্ষু চড়কগাছ।
শুক্রবার নিজেদের বিয়ের ছবি শেয়ার করে সুখবর জানিয়েছিলেন অভিনেত্রী। যেখানে দেখা যাচ্ছে লাল বেনারসী শাড়ি, মাথায় চোলি, আর দুহাতে চূর পরে আদিত্যর হাতে হাত রেখে হাসছেন তিনি। আদিত্যর পরনে সাদা শেরওয়ানি এবং পাগড়ি।
ছবির ক্যাপশনে ইয়ামি লিখেছিলেন, ‘আমাদের পরিবারের আশীর্বাদে আমরা আজ ব্যক্তিগত অনুষ্ঠানে বিয়ে সম্পন্ন করেছি। এই বন্ধুত্ব ও ভালোবাসার যাত্রাপথে আপনাদের সকলের আশীর্বাদ ও শুভাকামনা চাই। ভালোবাসা, ইয়ামি ও আদিত্য।’
হঠাৎ এই খবরে প্রায় হইচই পড়ে গিয়েছিল বলিপাড়ায়। এতটাই চুপিসারে তারা বিয়ে সেরেছেন যে বলিউডের কাকপক্ষীতেও তা টের পায়নি। এই ছবি দেখা মাত্রই বলিউড অভিনেত্রী ভূমি পেডেনকর তাদের শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, , ‘অনেক অনেক অভিনন্দন ইয়ামি জি ও ভাইসাবককে। অবিশ্বাস্য…ঈশ্বর তোমাদের মঙ্গল করুন। অনেক ভালোবাসা’।
এই আদিত্য ধর আসলে একজন কাশ্মীরি। ‘ধর’ পদবী হলেও ইয়ামির স্বামী মোটেই বাঙালি নন। তিনি উত্তর ভারতের বাসীন্দা। সেদিন একটি ছবিতে কাজ সারলেও ধীরে ধীরে বিয়ের ছবি প্রকাশ্যে আনছেন অভিনেত্রী। আর সেসবই এখন নেটপাড়ায় ভাইরাল।