• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বেঁচে থাকতেই লতা মঙ্গেশকরের ছবিতে ফুল দিয়ে যজ্ঞ চলছে! বাংলার মেয়ে অনন্যার পোস্ট দেখে রেগে আগুন নেটিজেনরা

Published on:

সারেগামাপা,অনন্যা চক্রবর্তী,লতা মঙ্গেশকর,saregamapa,Ananya Chakraborty,lata Mangeshkar

বিগত কিছু সপ্তাহ যাবত হাসপাতালে ভর্তি সঙ্গীতের সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর (Lata Mangeshkar)। আইসিউতে বার্ধক্যজনিত অসুস্থতার সাথে লড়ছেন বর্ষীয়ান গায়িকা। দীর্ঘদিন ICU তে থাকায় কিছুতেই চিন্তামুক্ত হতে পারছেন না গোটা দেশের মানুষ। গায়িকার স্বাস্থ্যের আপডেট জানতে সারাক্ষণই মুখিয়ে রয়েছেন অনুরাগীরা। হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, চিকিৎসায় ভালই সাড়া দিচ্ছেন লতা মঙ্গেশকর। আপাতত ভেন্টিলেশন থেকে বের করা হয়েছে বর্ষীয়ান গায়িকাকে।

গোটা দেশই তাঁর দ্রুত আরোগ্য কামনায় প্রার্থনা করে চলেছেন। কিন্তু তারই মধ্যে বর্ষীয়ান গায়িকার আরোগ্য কামনায় এবার বিশেষ যজ্ঞর আয়োজন করা হয়েছিল সারেগামাপার সেটে৷ সেখানে হাজির ছিলেন প্রতিযোগী থেকে বিচারকেরা। লতাজির মহা মৃত্যুঞ্জয় জপ করতেই মহাসমারোহে আয়োজন করা হয়েছিল পূজোর।

সারেগামাপা,অনন্যা চক্রবর্তী,লতা মঙ্গেশকর,saregamapa,Ananya Chakraborty,lata Mangeshkar

এই পুজোর ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন সারেগামাপার মঞ্চে বাংলার দুই তারকা স্নিগ্ধজিৎ ভৌমিক এবং অনন্যা চক্রবর্তী। তাদের পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে লতা মঙ্গেশকরের ছবির সামনে ফুল মালা দিয়ে চলছে যজ্ঞ। স্নিগ্ধজিৎ সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘জলদি সেরে উঠুন লতা মঙ্গেশকর তাই। সবার প্রার্থনা ভালোবাসার জোরে আপনি আবার সুস্থ হয়ে ফিরে আসবেন আর একইভাবে আমাদের সবার মাথার ওপর আপনার আশীর্বাদের হাত রাখবেন, ভগবানের উপর আস্থা।’ অনন্যা লিখেছেন, ‘লতা মঙ্গেশকর যাতে জলদি ঠিক হয়ে যায় তাঁর প্রার্থনায় পুজো রেখেছিল সারেগামাপা-র টিম। উনি আমাদের মা সরস্বতী, দ্রুত সুস্থ হয়ে ঘরে ফিরে আসুন ব্যস।’

সারেগামাপা,অনন্যা চক্রবর্তী,লতা মঙ্গেশকর,saregamapa,Ananya Chakraborty,lata Mangeshkar

তবে এই কান্ড দেখে রীতিমতো আঁতকে উঠেছেন নেটিজেনরা। তাদের বক্তব্য ফটো সামনে রেখে তার সামনে ফুল কখন দেওয়া হয় জানেন না? এই ঘটনা দেখে রাগে বিরক্তি প্রকাশ করেছেন অনেকেই। আসলে, বলাই বাহুল্য ছবিতে মালা দেওয়ার রীতি রয়েছে শ্রাদ্ধ শান্তির সময়ে কিন্তু হঠাৎ এই কান্ড দেখে ভিরমি খেয়েছিলেন সকলেই।

 

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥