আজকাল ইন্টারনেট আর স্মার্টফোনের যুগে প্রত্যেকের কাছেই পৌঁছে গিয়েছে স্মার্টফোন। কেউ কম দামি তো কেই দামি স্মার্টফোন ব্যবহার করেন। অনেকেই আবার প্রিমিয়াম ও দামি স্মার্টফোন ব্যবহার করতে পছন্দ করেন। আর স্মার্টফোন প্রেমীদের একটা বড় অংশই বর্তমানে চাইনিজ কোম্পানি শাওমির প্রতি বেশ আকৃষ্ট। কারণ প্রতিবছরই দুর্দান্ত নতুন নতুন সমস্ত ফোন নিয়ে হাজির হয় শাওমি সাথে থাকে দুর্দান্ত স্পেসিফিকেশন। যেমন গত বছরে লঞ্চ হওয়া Xiaomi Mi 10 এই ফোনটি লঞ্চ হবার পর থেকেই ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল।
যেসময় এই ফোনটি লঞ্চ হয়েছিল তখন ফোনটি প্রিমিয়াম ফোনের জগতে বেশ নাম করেছিল। ফোনটিতে প্রধান আকর্ষণ ছিল ১০৮ মেগাপিক্সেলের ক্যামেরা। যেটা ওই ফোনটির দামের মধ্যে প্রথমবার দেওয়া হয়েছিল। এছাড়াও কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৬৫ প্রসেসর ও গ্রাফিক্সের জন্য এতে আছে এড্রেনো ৬৫০ জিপিইউ রয়েছে ফোনটিতে। সাথে রয়েছে লিকুইড কুলিং টেকলোজি, এর ফলে ফোনটি সহজে হিট হবেনা।
ফোনটিতে ৯০ হার্টজ রিফ্রেশ রেটের স্ক্রিন ওই ৪৯৮০ এমএইচ ব্যাটারি পাওয়া যাবে যা ৩০ ওয়াটার ফাস্ট চার্জিং সাপোর্ট করে। মোট দুটি ভার্শনে লঞ্চ হয়েছিল Mi 10 ফোনটি। দুটি ভার্শনের মধ্যে প্রধান পার্থক্য ছিল নেটওয়ার্ক। অপেক্ষাকৃত কমদামি ভার্শনটিতে ৪জি সাপোর্ট ছিল, যেখানে দামি ভার্শনটিতে ৫জি সাপোর্ট রয়েছে।
এবার স্মার্টফোন প্রেমীদের জন্য দারুন খবর, এক ধাক্কায় ৫০০০ টাকা দাম কমল শাওমি Mi 10 ফোনের। গতকালই শাওমির তরফ থেকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। যার ফলে ভারতে আজ থেকেই ৫০০০ টাকা কমে গিয়েছে Xiaomi Mi 10 ফোনটির দাম।
আসুন এক নজরে দেখে নেওয়া যাক কোন মডেলের দাম কতটা কমলঃ
- প্রথমেই আসা যাক Mi 10 ৮ জিবি ও ১২৮ জিবি ভার্শনে, এই ফোনটিরই দাম ছিল ৪৯,৯৯৯ টাকা। যা বর্তমানে কমে হয়েছে ৪৪,৯৯৯ টাকা।
- এছাড়াও Mi 10 ৮ জিবি ও ২৫৬ জিবি ভার্শনটির দাম ছিল ৫৪,৯৯৯ টাকা, যা বর্তমানে পাওয়া যাবে ৪৯,৯৯৯ টাকায়।