বাংলা সিরিয়ালের (Bengali Serial) অত্যন্ত জনপ্রিয় একজন অভিনেতা হলেন ঋত্বিক মুখার্জী (Writwik Mukherjee)। এই মুহূর্তে জি বাংলার জনপ্রিয় সিরিয়াল ‘মন দিতে চাই’তে নায়ক সোমরাজের চরিত্রে অভিনয় করছেন তিনি। এর আগে ‘আমাদের এই পথ যদি না শেষ হয়’ (Amader Ei Poth Jodi Na Sesh Hoi) সিরিয়ালে সাত্যকি ওরফে টুকাইবাবুর চরিত্রে অভিনয় করে পেয়েছিলেন তুমুল জনপ্রিয়তা।
যদিও ঋত্বিকের জীবনে এই সাফল্য কিন্তু একদিনে আসেনি। এখন তিনি বাংলা সিরিয়ালের জনপ্রিয় নায়ক হলেও একটা সময় ছিল যখন তিনি তাঁর অভিনয়ের কেরিয়ার শুরু করেছিলেন ছোট্ট একটি পার্শ্ব চরিত্রে (Side Role) অভিনয়ের মধ্যে দিয়ে। অনেকেই হয়তো খেয়াল করে থাকবেন ঋত্বিককে একসময় স্টার জলসার জনপ্রিয় মেগা সিরিয়াল ‘প্রথমা কাদম্বিনি’তে (Prothoma Kadombini) দেখা গিয়েছিল।
সোলাঙ্কি রায় এবং হানি বাফনা অভিনীত এই সিরিয়ালে একজন কলেজ পড়ুয়ার চরিত্রে অভিনয় করেছিলেন ঋত্বিক। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ঋত্বিকের একটি ফ্যান পেজের তরফে প্রথমা কাদম্বিনীতে তাঁর অভিনীত বেশ কিছু দৃশ্যের ছবি শেয়ার করা হয়েছে। যা ভাইরাল হয়েছে নিমেষের মধ্যে। যা দেখে অনুরাগীরাই নিজেদের মধ্যে বলাবলি করছেন ঋত্বিক আজ নিজের অভিনয় গুণেই জি বাংলার মতো প্রথমসারির চ্যানেলে প্রধান নায়কের চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়েছেন।
যদিও অভিনয়ে আসার আগে একটা সময় ছিল যখন ব্যাপক স্ট্রাগল করতে হয়েছিল অভিনেতাকে। একবার এক সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছিলেন করণকালে টাকার প্রয়োজনে ঠেলা গাড়িতে সব্জিও বিক্রি করেছিলেন তিনি। আসলে ঋত্বিক ছোট থেকেই অভিনয় করতে ভালবাসতেন কিন্তু শুধু থিয়েটারে অভিনয় করেই যথেষ্ট উপার্জন করা সম্ভব ছিল না। তাই টাকার প্রয়োজনেই সব্জি বিক্রি করতেন অভিনেতা।
প্রসঙ্গত এই পথ যদি না শেষ হয় সিরিয়ালে নায়ক হয়েই জনপ্রিয়তা পেয়েছিলেন ঋত্বিক। এই সিরিয়ালে তাঁর নায়িকা হয়েছিলেন জনপ্রিয় টেলি অভিনেত্রী অন্বেষা হাজরা। এই ধারাবাহিকে উর্মি সত্যকির জুটি ব্যাপক জনপ্রিয়তা পিচ্ছিল দর্শকমহলে।