বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের (Alia Bhatt) তা নিয়ে নতুন করে কিছু বলার নেই। দিনে দিনে বেড়েই চলেছে বলিউডের এই গাঙ্গুবাইয়ের ফ্যান ফলোয়িং। গোটা ভারতবর্ষে তো বটেই আর এখন আন্তর্জাতিক স্তরেও দারুন নামডাক তৈরি হয়েছে কাপুর পরিবারের নববধূর। কিছুদিন আগেই এপ্রিলের ১৪ তারিখ সমস্ত জল্পনাকে সত্যি করে কাপুর বাড়িতেই বসেছিল বিটাউনের এই বহু প্রতিক্ষীত হাই প্রোফাইলবিয়ের আসর।
বলিউড অভিনেতা রণবীর কাপুরের (Ranbir Kapoor) সাথে সাত পাকে বাঁধা পড়েছেন মহেশ ভাট (Mahesh Bhatt) কন্যা আলিয়া। সেই থেকে লাগাতার শিরোনাম হয়েছেন বলিউডের এই পাওয়ার কাপল। সোশ্যাল মিডিয়া থেকে যেন কিছুতেই কাটছে না তাদের বিয়ের রেশ। এখনও সোশ্যাল মিডিয়া খুললেই মাঝে মধ্যেই চোখের সামনে ভেসে উঠছে তাদের বিয়ের নানান মুহূর্তের ছবি।
কাপুর পরিবারে পা রাখতে না রাখতেই ভক্তদের জন্য এক দারুন সুখবর নিয়ে এলেন আলিয়া। প্রসঙ্গত ২০১২ সালে করণ জোহর পরিচালিত সিনেমা স্টুডেন্ট অফ দ্য ইয়ার সিনেমা দিয়ে বলিউডে হাতেখড়ি হয়েছিল আলিয়ার। বর্তমানে আলিয়ার অভিনয় জীবনের বয় এক দশক। আর এই ১০ বছরের কেরিয়ারে খুব তাড়াতাড়ি হলিউডের ছবিতে ডেবিউ করবেন মহেশ কন্যা। আর তার আগেই এবার আলিয়ার মুকুটে এসে জুড়ল নতুন পালক।
বিবাহিত জীবনের ১২ দিনের মাথায় নতুন সাফল্য এল আলিয়ার ঝুলিতে। বিশ্বের জনপ্রিয় সেলিব্রেটি ইনফ্লুয়েন্সারের তালিকায় ৪ নম্বরে উঠে এল আলিয়া ভাটের নাম। জানা গেছে বিশ্বের সেরা এই সেলিব্রেটি ইনফ্লুয়েন্সারদের তালিকায় এগিয়ে থাকায় লড়াইয়ে আলিয়া টপকে গিয়েছেন জেনিফার লোপেজের মতো হলিউড তারকাকেও ।
শীর্ষস্থানীয় ৫ সেলিব্রিটি ইনফ্লুয়েন্সারদের (5 Celebrity Influencer) তালিকায় আলিয়া ভাট প্রথমেই রয়েছেন আমেরিকান অভিনেত্রী ও গায়িকা জেন্ডায়া,দ্বিতীয় স্থানে রয়েছেন হল্যান্ডের ডম এবং তৃতীয় স্থানে রয়েছেন অস্কার কান্ডে শিরোনামে আসা উইল স্মিথ, আর পঞ্চম স্থানে রয়েছেন অভিনেত্রী জেনিফার লোপেজ। তিনি চতুর্থ স্থানাধিকারী আলিয়া ভাটের থেকে এক ধাপ পিছিয়ে রয়েছেন। নববধূ আলিয়ার এই সাফল্যে দারুন খুশি গোটা কাপুর পরিবার।