• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

পুলিশ হলেও অপরূপ সুন্দরী! ‘বিশ্বের সবচেয়ে সুন্দরী পুলিশ’র ভাইরাল ছবিতে তোলপাড় নেটপাড়া

পুলিশ (Police) মানেই পরনে থাকবে খাকি রঙের পোশাক। হাতে থাকবে মোটা লাঠি। এমন চেহারা মনে করলে একদিনে যেমন মনে সম্মানের উদ্রেক হয়, তেমনই কোথাও একটা যেন কাজ করে খানিক ভয়ও। প্রত্যেক মানুষই সাধারণত চেষ্টা করেন পুলিশকে এড়িয়ে যাওয়ার। কিন্তু এই পৃথিবীতেই এমন একজন পুলিশ রয়েছেন যিনি নিজের রূপের মাধ্যমে সকলের মন ‘চুরি’ করেছেন।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হয়েছে এই বিশ্বের সবচেয়ে সুন্দরী পুলিশ অফিসারের (Most beautiful police officer) ছবি। আর তা দেখেই ঘুম উড়েছে নেটিজেনদের। বহু সুন্দরী পুলিশের ছবি দেখলেও নেটিজেনদের মতে এনার কাছে বাকি সবাই ফেল! ইনিই তাই বিশ্বের ‘সবচেয়ে সুন্দরী’ পুলিশ।

   

World's most beautiful police officer, Dana Ramirez

এখানে যে পুলিশের কথা হচ্ছে তিনি কলম্বিয়ায় থাকেন। সেখানেই চাকরি করেন। তাঁর নাম ডায়না রামিরেজ (Diana Ramirez)। কলম্বিয়ার মেডেলিন এলাকায় থাকেন তিনি। সেখানকার রাস্তাঘাটে মাঝেমধ্যেই পুলিশের উর্দি পরে দেখা যায় ডায়নাকে। যাতায়াতের সময়ই তাঁর রূপে মুগ্ধ হয়েছিলেন অনেকে। এরপর সোশ্যাল মিডিয়ায় তাঁর প্রোফাইল দেখার পর থেকে তো ঘুম উড়েছে সবার।

World's most beautiful police officer, Diana Ramirez

পুলিশ বলে ব্যক্তিগত জীবনে হয়তো কঠিন রুটিন মেনে চলেন- ডায়না সম্বন্ধে এমন ধারণা অনেকেরই ছিল। কিন্তু তাঁর সামাজিক মাধ্যমের প্রোফাইল দেখে সেই ধারণা বদলে গিয়েছে। তাঁর সোশ্যাল মিডিয়া প্রোফাইলে যেমন উর্দি পরা বহু ছবি রয়েছে, তেমনই আবার অন্যান্য নানান পোশাক পরিহিত ছবিও রয়েছে। আর সেগুলি দেখে বোঝা দায় তিনি পুলিশ নাকি মডেল!

World's most beautiful police officer, Diana Ramirez

পুলিশে চাকরি করার পাশাপাশি ডায়না একটি রেডিও চ্যানেলেও কাজ করেন। সম্প্রতি পুরস্কৃতও হয়েছেন বিশ্বের ‘সবচেয়ে সুন্দরী’ পুলিশ। পুলিশে চাকরি করার পাশাপাশি অনলাইনে যে ধরণের জিনিসের ওপর কাজ করে বহু মানুষের কাছে পৌঁছেছেন ডায়না, সেই জন্যই পুরস্কৃত করা হয়েছে তাঁকে।

World's most beautiful police officer, Diana Ramirez

এক সংবাদ সংস্থা থেকে জানা গিয়েছে, ডায়না বলেছেন পুলিশে চাকরি করে তিনি অনেক কিছু শিখেছেন, অনেক কিছু অর্জন করেছেন। অনেকেই নাকি তাঁর রূপের কারণে চাকরি ছেড়ে মডেলিংয়ে যোগ দেওয়ার কথা বলেছিলেন। কিন্তু তিনি রাজি হননি। ডায়নার কথায়, ‘আমায় যদি পরের জন্মেও জিজ্ঞেস করা হয় কোন পেশার সঙ্গে যুক্ত হতে চাই, তাহলেও আমি পুলিশের পেশাকেই বেছে নেব। এই পেশায় কাজ করে আমি যা শিখেছি তা আমায় নারী হিসেবেও পূর্ণ করেছে’।