• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

প্রয়াত সুশান্তের স্বপ্ন নিয়েই বিশ্ব রেকর্ড গড়তে চলেছেন যুবতী! চাইলে আপনিও হতে পারেন অংশীদার

Updated on:

প্রীতি দেশওয়াল Preetie Deshwal making World Record for Sushant SIngh Rajput Dream

সুশান্ত সিং রাজপুত, বলিউডের বহু অভিনেতাদের মধ্যে এই নামটা যেন মানুষের মনে গেথে গিয়েছে। একটা দেশ তথা সারা বিশ্বের মানুষের কাছে এক আলাদাই জায়গা করে নিয়েছেন সুশান্ত। আজ প্রায় ৮ মাস কেটে গিয়েছে সুশান্ত এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন। কিন্তু এখনো অগণিত ভক্তদের মধ্যে বেঁচে আছেন সুশান্ত। এখনো বহু ভক্তরা বিশ্বাসই করতে পারেন না প্রাণবন্ত হাসি খুশি এমন এক অভিনেতা আমাদের ছেড়ে চলে গিয়েছেন।

সুশান্তের মৃত্যু নিয়ে অনেক জলঘোলা হয়েছে। অনেক রহস্য সামনে এসেছে, যার কিছু স্পষ্ট হয়েছে কিছু এখনো বাকি রয়েছে। তবে সুশান্তের ন্যায় বিচারের জন্য কোটি কোটি হৃদয়  প্রার্থনা করে চলেছে প্রতিনিয়ত। সুশান্ত রাতের আকাশে তাঁরা দেখতে খুব ভালোবাসতেন। নিজের বাড়িতেই ছিল টেলিস্কোপে। সুশান্ত শুধু মাত্র একজন ভালো অভিনেতা ছিলেন না! সাথে তিনি খুব ভালো স্বাপ্নও দেখতেন। নিজের স্বপ্নগুলো অর্থাৎ মনের ইচ্ছাগুলো একটা ডাইরিতে লিখেছিলেন সুশান্ত। মোট ৫০ টি স্বপ্ন ছিল অভিনেতা সুশান্তের।

Sushant Singh Rajput

সুশান্তের স্বপ্নের মধ্যে ছিল, ছোটদের মহাকাশ সন্মন্ধে শিক্ষা দেওয়া থেকে শুরু করে ১০০০ গাছ লাগানো। নাসার ওয়ার্কশপ অ্যাটেন্ড করা থেকে অন্তত একবার ইন্ডিয়ান আর্মিতে সার্ভিস করা। বাচ্চাদের বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করে দিতে চেয়েছিলেন সুশান্ত। এরখম অনেক স্বপ্ন দেখেছিলেন, যার কিছু পূরণও করেছিলেন। কিন্তু তাঁর অনেক স্বপ্ন পূরণ হওয়া বাকি রয়ে গিয়েছে। তাই সুশান্তের চলে যাবার পর তাঁর হয়ে সামনে এগিয়ে এসেছে প্রীতি দেশওয়াল নামের এক যুবতী।

Preetie Deshwal

সুশান্তের স্বপ্নের তালিকার ৩২ নং স্বপ্ন অর্থাৎ আন্টার্কটিকা যাবার স্বপ্ন পূরণ করতে চায় প্রীতি। শুধু তাই নয় সুশান্তের স্বপ্নপূরণের সাথে সাথে তৈরী করতে চাই বিশ্ব রেকর্ড যা গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে স্থান পাবে।মনের মধ্যে নিশ্চই প্রশ্ন জাগছে কি ভাবে সম্ভব হতে চলেছে এই গোটা বিষয়টি! তাহলে বলি প্রীতি নামের এই যুবতী ঠিক করেছেন তিনি সুশান্তের একটি বিশাল বড় মোজাইক পোট্রেট অর্থাৎ বিশালাকার ছবি বানাবেন। তবে এই বিশাল ছবিটি তৈরী হবে ১০ লক্ষ মানুষের সেলফি দিয়ে। হ্যাঁ ঠিকই শুনেছেন ১০ লক্ষ মানুষের সেলফি দিয়ে। আর সেই বিশাল ফটোটি তিনি নিয়ে যাবেন আন্টার্কটিকাতে যেখানে যেতে চেয়েছিলেন সুশান্ত। আর এই ঘটনা পৃথিবীর প্রথম ঘটবে যা একটি বিশ্ব রেকর্ড হবে।

সবচাইতে ভালো খবর হল যে চাইলেও আপনিও সেই ১০ লক্ষ মানুষের একজন হতে পারেন যাদের সেলফি দিয়ে তৈরী হবে সুশান্তের বিশাল পোট্রেট ছবি। এর জন্য আপনাকে একটি সেলফি তুলে তা শেয়ার করতে হবে সোশ্যাল মিডিয়া মাধ্যম ফেসবুক, ইনস্টাগ্রাম বা টুইটারে সাথে দিতে হবে ‘ #Selfie4SSR ‘ এই ট্যাগটি। আর তাই প্রীতিবর্ত্মানে তার এই কাজের জন্য ছবি চাইছেন। আপনিও যদি একজন সুশান্ত ভক্ত হন তাহলে নিজের ছবি দিতে পারেন সুশান্তের সবচেয়ে বড় পোট্রেট ছবির জন্য।

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥