• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

৮ স্বামী ১১ বাচ্চাতেও মন ভরেনি, ৩০টা বাচ্চা নেওয়ার সাধ জানিয়ে চমকে দিলেন এই মহিলা!

এখনকার দিলে এক সন্তানকে (Child) নিয়েই মানুষ সামলাতে পারে না। সেখানে একজন মহিলা নাকি ১১ সন্তানের (11 children) মা। হ্যাঁ, ঠিকই দেখছেন। কোনও মন গড়া গল্প নয়। বরং এমনটা সত্যিই করে দেখিয়েছেন ফাই (Phi) নামের এই মহিলা। তবে এখনই অবাক হবেন না। কারণ অবাক হওয়ার আসল তথ্য তো এখনও আসেইনি। আজকের প্রতিবেদনে ১১ বাচ্চার মা ফাইয়ের কাহিনীই তুলে ধরা হল।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একজন টিকটকারের ভিডিও খুব ভাইরাল হয়েছে। আমেরিকার টেনেসি রাজ্যের মেমফিস নিবাসী সেই মহিলার নাম হল ফাই। সোশ্যাল মিডিয়ায় তিনি খুব সক্রিয় থাকেন। মাঝেমধ্যেই নানান ভিডিও শেয়ার করে থাকেন তিনি। নেটপাড়ায় তাঁর অনুরাগীর সংখ্যাও দেখার মতো। ৯০ হাজারেরও বেশি মানুষ ফলো করেন ফাইকে।

   

Phie Udora, Phi, 11 children from 8 men

এই ফাই-ই ১১ সন্তানের মা। শুধু তাই নয়, মোট ৮ জন পুরুষের (8 men) শয্যাসঙ্গিনী হয়ে এই ১১ সন্তানের জন্ম দিয়েছেন তিনি। এই কারণে মাঝেমধ্যেই নেটপাড়ার কটাক্ষের শিকারও হন ফাই। কেউ কেউ অভিযোগ করেছিলেন, ফাই এত সন্তান জন্ম দিয়েছেন যাতে সরকারি সাহায্যের হিসেবে পাওয়া টাকা দিয়ে তাঁর সংসার চলে সেই জন্য।

যদিও সেই অভিযোগকে নস্যাৎ করে দিয়েছেন ১১ সন্তানের জননী। একটি সরকারি কাগজ শেয়ার করে তিনি দেখিয়েছিলেন, সরকারের তরফ থেকে চাইল্ড সাপোর্ট হিসেবে তিনি প্রত্যেক মাসে মাত্র ১০ ডলার করে পান। সেই সঙ্গেই জানিয়েছেন তিনি কেন ৮ জন ভিন্ন পুরুষের শয্যাসঙ্গিনী হয়ে এই ১১ সন্তানের জন্ম দিয়েছেন।

Phie Udora, Phi, 11 children from 8 men

একবার একজন এই বিষয়ে প্রশ্ন করায় ফাই বলেছিলেন, তিনি চান তাঁর সন্তানদের ওপর সবসময় বাবার আশীর্বাদ থাকুক। সেই জন্য এই ৮ পিতার মধ্যে এক-দু’জন যদি অন্য কোনও মহিলার কাছে চলে যান কিংবা প্রয়াত হন তাহলে তাঁর সন্তানরা অনাথ হয়ে যাবে না। এক কথায়, ‘ব্যাক আপ প্ল্যান’ হিসেবে ৮ জন পুরুষের শয্যাসঙ্গিনী হয়ে ১১ সন্তানের জন্ম দিয়েছেন তিনি।

শুধু তাই নয়, ফাই একবার এও জানিয়েছিলেন যে ১১ সন্তানের মা হওয়ার পরেও তাঁর সাধ মেটেনি। আরও ১৯ সন্তানের জন্ম দিতে চান। মোট ৩০ সন্তানের মা হতে চান তিনি। একথা শুনে সকলের যখন হুঁশ উড়ে যাওয়ার জোগাড় হয়েছে তখন হাসতে হাসতে ফাই জানান তিনি ইয়ার্কি করছেন।

site