কথায় আছে নারীদের মন বোঝা বড়ই মুশকিল। কথাটা হয়তো ঠিকই কারণ মাঝে মাঝে এমন কিছু ঘটনা সামনে আসে যা শোনার বা দেখার পর এই কথাটাই সবার আগে মাথায় আসে। সম্প্রতি এমনই একটি ঘটনা ঘটেছে যা শুনে আপনিও খানিকটা চমকে যেতে পারেন। আমাদের আশেপাশে নতুন করে বিয়ে (Wedding) হওয়া আর বিয়ের পরে সংসার ভাঙ্গার খবর প্রায়শই পাওয়া যায়। আবার অনেক সময় এমন খবর আসে যে স্বামীর অত্যাচারের বা স্বামীকে ছেড়ে পরকীয়ায় মত্ত হয়ে পালিয়ে গিয়েছে বউ। একইভাবে উল্টো ঘটনারও ভাবেনি কখনো কখনো শুনতে পাওয়া যায় বাড়িতে বউ থাকতেও অন্য কোন এক নারীর সাথে প্রেমের মত্ত স্বামী।
তবে এই ঘটনাটি একেবারে হাটকে যেমনটা জানা যাচ্ছে ৩১ বছর বয়সী এক মহিলা তার স্বামীকে ডিভোর্স (Divorce) দিয়ে শেষমেশ নিজের শশুর কেই বিয়ে করে বসেছেন। ঠিকই শুনেছেন স্বামীকে ছেড়ে শশুরের সাথে বিয়ে করে সংসার পেতেছেন এক মহিলা। যেমনটা জানতে পারে যাচ্ছি ঘটনাটা মার্কিন যুক্তরাষ্ট্রের (United States) কেন্টাকি শহরের হার্পসবারগের ঘটনা। সেখানে ৩১ বছর বয়সী এরিকা কুইগ তার স্বামীকে ডিভোর্স দিয়েছে এবং স্বামীকে ডিভোর্স দিয়ে নিজের শশুরমশাইকে বিয়ে করেছেন।
এরিকা একটি স্থানীয় কারখানায় কাজ করত। এরিকার বয়স যখন ১৯ বছর তখন জাস্টিক নামের এক ছেলের সাথে বিয়ে হয় এরিকার। বিয়ের পর থেকেই নানান সমস্যা দেখা দিতে থাকেন দুজনের মধ্যে। জাস্টিন ও এরিকার একটি সন্তান ছিল। কিন্তু ২০১১ সালে তাদের সম্পর্ক রীতিমতো ভেঙে পড়ে। এরপর শেষমেষ ২০১৭ সালে এরিকা ও জাস্টিনের বিবাহ বিচ্ছেদ হয়ে যায়।
তবে মজার বিষয় হলো বিবাহবিচ্ছেদ হওয়ার পর নিজের থেকে বয়সে ২৯ বছরের বড় শশুর জেফ কুইগকে বিয়ে করেন এরিকা। এখানেই শেষ নয় শ্বশুর মশাইকে বিয়ের এক বছরের মাথায় ফের মা হন এরিকা। বর্তমানে দুই সন্তান আর বর হিসাবে শশুর মশাই কে নিয়ে দিব্যি কাটাচ্ছেন এরিকা।
নিজেদের এমন অদ্ভুত বিয়ের সম্বন্ধে জিজ্ঞাসা করা হলে দম্পতি বলেন তাদের হয়তো বয়স হয়েছে ঠিকই তবে মনের দিক থেকে তারা এখনো ইয়াং রয়েছেন। এরিকা জাস্টিনের বাবাকে বিয়ে করার পর জাস্টিন পুনরায় বিয়ে করেছেন। এরিকার বর্তমান স্বামী তথা এককালের শ্বশুরের বক্তব্য এরিযকার মধ্যে নিজের প্রথম স্ত্রীকে দেখতে পান তিনি। আর রইল বাকি বয়সের পার্থক্যের কথা সেটা কোনদিনই সেভাবে ম্যাটার করেনি তার কাছে।