আজকাল আট থেকে আশি সকলেই সোশ্যাল মিডিয়া (Social Media) নিয়ে মত্ত। সারাদিনে কাজের ফাঁকে বা ফাঁকা সময়ে সময় পেলেই স্মার্টফোনে সোশ্যাল মিডিয়াতে ঢুকে পড়েন সকলেই। আর এই সোশ্যাল মিডিয়াতে প্রতিদিন হাজারো ভিডিও ভাইরাল (Viral Video) হয়ে পড়ে। ভাইরাল এই ভিডিও গুলিতে বিভিন্ন ধরণের জিনিস দেখা যায়। কোনো আজব ঘটনা থেকে শুরু করে ভালো কিছু। যেমন কেউ জ্বলন্ত ফুটবল নিয়ে খেলা করছে তো কোথাও হাতির শাবক খেলা করছে জেব্রার সাথে।
এখানেই শেষ নয়, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে খুব অল্প সময়েই পৃথিবীর সমস্ত কোন ছড়িয়ে পড়া যায়। তাই অনেকেই নিজেদের প্রতিভার প্রকাশ ঘটানোর জন্য সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করছেন। এবার সোশ্যাল মিডিয়াতে আবারো এক ভিডিও ভাইরাল হয়ে পড়েছে। ভাইরাল এই ভিডিওতে দেখা গেছে এক আশ্চর্য জনক ঘটনা। ভিডিওটি একটি রাস্তার সিসিটিভি ফুটেজ। যেমনটা জানা যাচ্ছে এই তামিলনাড়ুর এক রাস্তার বিগত ২রা ডিসেম্বরের সিসিটিভি ফুটেজ।
৫৪ সেকেন্ডের এই ছোট্ট ভিডিওতে দেখা যাচ্ছে রাস্তা দিয়ে হাটতে থাকা এক মহিলাকে একটি হলুদ রঙের ট্রাক রীতিমত ধাক্কা দিয়ে চলে যায়। ভিডিও দেখে বোঝা যায় রীতিমত মহিলার ওপর দিয়ে চলে যায় ট্রাকটি। কিন্তু অলৌকিকভাবে ওই মহিলা বেঁচে যান। গোটা ঘটনাটি রাস্তার ধরে থাকা সিসিটিভি ক্যামেরাতে বন্দি হয়েছে। ঘটনার প্রেক্ষিতে তামিলনাড়ু পুলিশ উক্ত ট্রাক ড্রাইভারকে র্যাশ ড্রাইভিং এর জন্য গ্রেপ্তার করেছে।
ঘটে ঘটনার ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার হলে তা মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে পড়ে। ভাইরাল ভিডিওটি দেহে অনেকেই এটি অলৌকিক ঘটনা বলে দাবি করেছেন। আবার অনেকে বলেছেন এই ঘটনায় প্রমান করে যে ঈশ্বর আছেন।
Elderly #Indian woman run over by truck miraculously escapes unscathed pic.twitter.com/AFGq2uYf3e
— CGTN (@CGTNOfficial) December 6, 2020