• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

নুডলস রাঁধতে রাঁধতেই মাঝ রাস্তায় কড়াই ঘুড়িয়ে উত্তাল নাচতে থাকলেন মহিলা! কান্ড দেখে তাজ্জব নেটবাসী

Published on:

রোজই কত ভিডিও ভাইরাল হয় নেট মহলে। একেকটা কান্ড দেখে যেমন হাসতে হাসতে পেটে খিল ধরে যায়, তেমনই কিছু কিছু কান্ড দেখে আবার তাজ্জব বনে যেতে হয়। সম্প্রতি এমনই এক ভিডিও ভাইরাল হয়েছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে। আগুনের উপর বড় কড়াই, রাস্তার ধারে দাঁড়িয়ে নুডলস রান্না করছিলেন এক মহিলা। হঠাৎই সেই গরম কড়াই হাতা দিয়ে ব্যালেন্স করে ধরে ঘুরিয়ে ঘুরিয়ে গ্যাঙনাম স্টাইলে নাচতে শুরু করলেন তিনি।

ঘটনা দেখে চমকে গেছে পথচারীরা। রাস্তার পাশে ভীড় করে দাঁড়িয়ে দেখছেন মহিলার কান্ড। তার ব্যালেন্স এবং নাচের সাবলীলতা দেখে তাজ্জব সাইবার জনতা। রান্না করতে করতে কড়াই ঘুরিয়ে খানিকক্ষণ নাচ করে ফের কড়াই উনুনে বসিয়ে রাঁধতে লাগলেন মহিলা। তার উদ্দাম বেখায়ালি আপন ভোলা নাচে কখন যে তার মাথা থেকে খসে পড়ল হেয়ার ব্যান্ড, সেদিকে খেয়ালই নেই তার। তার এই পারদর্শীতার প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা।

ইতিমধ্যেই এই ভিডিও দেখে ফেলেছেন প্রায় ৯১ লক্ষেরও বেশি মানুষ। ভিডিওর নীচে উঠে এসেছে মিশ্র মন্তব্যও। কেউ বা লিখেছেন, ‘রান্না নাচ’, কেউবা লিখেছেন ‘অবাক হচ্ছি’। কি দেখতে ইচ্ছে করছে তো? এই অদ্ভুত ঘটনা? রইল ভিডিও।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥