• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

চাঁদের হাট ‘সুপার সিঙ্গার ৩’, মাধুরীর পাশাপাশি প্রথমবার বাংলার মঞ্চে আসছেন ব়্যাপ কিং বাদশা

Published on:

সুপার সিঙ্গার ৩,Super Singer 3,বাংলা,Bengal,প্রথমবার,First Time,বাদশা,Badshah,মাধুরী দিক্ষিত,Madhuri Dixit

স্টার জলসার জনপ্রিয় গানের রিয়ালিটি শো ‘সুপার সিঙ্গার ৩’ (Super Singer 3)। প্রত্যেক বছরের ন্যায় এবছরের চলতি সিজনেও প্রতি সপ্তাহের শেষে বিচারক মন্ডলীর আসনে কার্যত বসছে চাঁদের হাট। তবে এবছর বিচারকদের আসনে আলোকিত করেছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী কুমার শানু (Kumar Sanu), সোনু নিগম (Sonu Nigam) এবং কৌশিকী চক্রবর্তী (Koushiki Chakraborty)।

প্রসঙ্গত আজকালকার দিনে দর্শকদের মধ্যে সিরিয়ালের পাশাপাশি রিয়েলিটি শো গুলোরও যথেষ্ট চাহিদা রয়েছে। আর প্রত্যেকটি রিয়ালিটি শোয়ের মঞ্চেই একের পর এক স্পেশাল এপিসোড ছাড়াও সবচেয়ে চমক থাকে গ্র‍্যান্ড ফিনালেতে। আর এবার দর্শকদের বিরাট বড় চমক দিতে খুব শিগগিরই আসতে চলেছে স্টার জলসার জনপ্রিয় গানের রিয়ালিটি শো ‘সুপার সিঙ্গার ৩’-এর গ্র‍্যান্ড ফিনালে।

সুপার সিঙ্গার ৩,Super Singer 3,বাংলা,Bengal,প্রথমবার,First Time,বাদশা,Badshah,মাধুরী দিক্ষিত,Madhuri Dixit

উল্লেখ্য আগেই ‘ডান্স ডান্স জুনিয়র’ এর গ্র‍্যান্ড ফিনালেতে অতিথি হিসেবে এসে সাড়া ফেলে দিয়েছিলেন সানি লিওনি, হেলেনের মতো বিখ্যাত তারকারা। আর এবার পালা সুপার সিঙ্গার ৩-এর। প্রসঙ্গত এই জনপ্রিয় রিয়ালিটি শোয়ের সঞ্চালনার দায়ীত্বে রয়েছেন অভিনেতা যীশু সেনগুপ্ত। আর বিচারকের আসনে তো রয়েইছেন সঙ্গীত জগতের তিন মহারথী।

সুপার সিঙ্গার ৩,Super Singer 3,বাংলা,Bengal,প্রথমবার,First Time,বাদশা,Badshah,মাধুরী দিক্ষিত,Madhuri Dixit

পাশাপাশি বাংলার তরফে থাকছেন জি, দেবের মতো একাধিক টলি সুপারস্টারেরাও। তবে এবারের এই শোয়ের সবচেয়ে বড় চমক হিসাবে উপস্থিত থাকতে চলছেন বলিউডের ধকধক গার্ল মাধুরী দীক্ষিত। এই প্রথমবার বাংলার কোনও মঞ্চে নেচে স্টেজ মাতাবেন মাধুরী৷ তবে মাধুরী একা নন আগামী ২০ মার্চ এই গানের রিয়ালিটি শোয়ের গ্রান্ড ফিনালেতে মঞ্চ মাতাবেন ইলা অরুণ, শান, পালক মুচ্ছাল।

সুপার সিঙ্গার ৩,Super Singer 3,বাংলা,Bengal,প্রথমবার,First Time,বাদশা,Badshah,মাধুরী দিক্ষিত,Madhuri Dixit

আর এই শোয়ের আরও এক বড় চমক হিসাবে উপস্থিত থাকবেন পাঞ্জাবি ব়্যাপার বাদশা খান আর তাঁর গোটা টিম। বাদশা মানেই ‘গেন্দা ফুল’।এদিন সোশ্যাল মিডিয়ায় চ্যানেল কর্তৃপক্ষের তরফে প্রকাশ্যে আসা ভিডিওতে দেখা যাচ্ছে একেবারে ফিল্মি স্টাইলে এন্ট্রি নিয়ে জুগনু গানে মঞ্চ মাতাচ্ছেন বাদশা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥