স্বঘোষিত চলচ্চিত্র সমালোচক কামাল রাশিদ খান তথা কেআরকে (KRK) এমন একজন ব্যক্তিত্ব যার সঙ্গে মনে হয় বিতর্কের খুব গভীর সম্পর্ক রয়েছে। নিজের জীবনে একাধিকবার একাধিক বিতর্কে জড়িয়েছেন তিনি। সাধারণত বলিউডের যে কোনও সিনেমা রিলিজের আগেই নিজের মন্তব্যের কারণে সংবাদমাধ্যমের চর্চার কেন্দ্রে চলে আসেন তিনি। এবার ফের ‘বিক্রম বেধা’ (Vikram Vedha) নিয়ে একটি বিতর্কিত মন্তব্য করে সংবাদমাধ্যমের শিরোনামে চলে এসেছেন কেআরকে।
কেআরকে এমন একজন চলচ্চিত্র সমালোচক যার রিভিউর জন্য দর্শকদের একাংশ অপেক্ষা করে থাকেন। তাঁর মশালাদার রিভিউর ভঙ্গি আবার দর্শকদের একাংশের বিশেষ পছন্দের। অবিশ্বাস্য শুনতে লাগলেও, অনেকসময় ছবির থেকে বেশি কেআরকের রিভিউ নিয়ে দর্শকদের মধ্যে বেশি চর্চা হয়।
সম্প্রতি বলিপাড়ার সেই স্বঘোষিত চলচ্চিত্র সমালোচক ঋত্বিক রোশন এবং সইফ আলি খানের আগামী ছবি ‘বিক্রম বেধা’ নিয়ে এমন একটি টুইট করেছেন যা মুহূর্তের মধ্যে নেটপাড়ায় ভাইরাল হয়ে গিয়েছে। সেই টুইট দেখেই জানা গিয়েছে, নিজের রিটায়ারমেন্ট ভেঙে ফের রিভিউয়ের দুনিয়ায় ফিরতে চলেছেন তিনি।
‘বিক্রম বেধা’ সম্পর্কে টুইট করার সময় আবার নিজের জেল যাত্রা নিয়েও খোঁচা মেরেছেন কেআরকে। তিনি লিখেছেন, ‘বলিউডের মানুষরা যদি আমায় সিনেমা রিলিজের আগে ফের জেলে না ভরে দেয়, তাহলে আমি অবশ্যই ‘বিক্রম বেধা’ সিনেমার রিভিউ করব’।
I will definitely review film #VikramVedha if Bollywood people won’t put me in jail again before the release of the film.
— KRK (@kamaalrkhan) September 17, 2022
কেআরকের এই টুইট নিয়ে জোর চর্চা শুরু হয়ে গিয়েছে নেটপাড়ায়। কারণ চলচ্চিত্র সমালোচক জেলে যাওয়ার পরেই গুঞ্জন শোনা গিয়েছিল, বলিউডের কিছু প্রভাবশালী ব্যক্তি তাঁকে চক্রান্ত করে জেলে আটকে রেখেছেন। বিশেষত ‘ব্রহ্মাস্ত্র’ প্রযোজক করণ জোহরের নাম এক্ষেত্রে সবচেয়ে বেশি শোনা গিয়েছিল। বলা হয়েছিল, কেআরকে যাতে ‘ব্রহ্মাস্ত্র’ রিভিউ না করতে পারেন সেই কারণেই এমনটা করেছেন ধর্মা প্রোডাকশনের কর্ণধার। এবার কেআরকে নিজেই টুইতে ‘বলিউডের মানুষ’দের দিকে আঙুল তোলায় ফের এই নিয়ে চর্চা শুরু হয়েছে।
অপরদিকে ঋত্বিক-সইফের ‘বিক্রম বেধা’র দিক থেকে বলা হলে, আগামী ৩০ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই সিনেমা। একই নামের তামিল ছবির হিন্দি রিমেক এটি। পরিচালনা করেছেন তামিল ছবিটিরই পরিচালকদ্বয় পুষ্কর এবং গায়ত্রী।