স্টার জলসার (Star Jalsha) ‘মেয়েবেলা’ (Meyebela) ধারাবাহিকটির পথচলা শুরু হয়েছে খুব বেশিদিন হয়নি। কয়েকমাস আগেই টেলিভিশনের পর্দায় সম্প্রচার শুরু হয়েছে মৌ (Mou), ডোডো (Dodo), বীথির ধারাবাহিকের। কিন্তু এই কম সময়ের মধ্যেই দর্শকদের ড্রয়িং রুমের অংশ হয়ে উঠেছেন তাঁরা। মিত্র বাড়ি যেন এখন দর্শকদের রোজনামচার জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে।
‘মেয়েবেলা’ যারা নিয়মিত দেখেন তাঁরা জানেন, এখানে নায়ক-নায়িকা মৌ-ডোডোর ভালোবেসে বিয়ে হয়নি। ডোডো ওরফে নির্ঝর তাঁর ১২ বছরের প্রেমিকা চাঁদনিকেই (Chandni) বিয়ে করতে চাইতো। কিন্তু ঘটনাচক্রে মৌয়ের সঙ্গে সাত পাক ঘুরতে হয় তাঁকে। তবে ভালোবেসে বিয়ে না করলেও মৌ-ডোডো আস্তে আস্তে কাছাকাছি আসছে।
ধারাবাহিকের সাম্প্রতিক বেশ কয়েকটি পর্ব দেখে বোঝা যাচ্ছে, ডোডো আস্তে আস্তে মৌয়ের প্রতি দুর্বল হয়ে পড়ছে। অপরদিকে ‘ডোডোদা’র প্রতি মৌয়েও মায়াও ক্রমশ বাড়ছে। যদিও নিজেদের এই অনুভূতি এখনও অবধি মুখ ফুটে বলেনি তাঁরা। মনের কথা মনের মধ্যে চেপে রেখেছে মৌ-ডোডো। কিন্তু এবার তাঁদের এই সুন্দর সম্পর্কেই ঝড় তুলতে আসছে ডোডোর প্রাক্তন প্রেমিকা চাঁদনি।
ইতিমধ্যেই ‘মেয়েবেলা’য় দেখানো হয়েছে, চাঁদনি জানিয়ে দিয়েছে সে ডোডোকে ছাড়া থাকতে পারবে না। বীথির মুখ থেকে মৌ-ডোডোর ডিভোর্সের কথা শোনার পর থেকে সে আবার ডোডোকে বিয়ে করার স্বপ্ন দেখতে শুরু করেছে। ওদিকে আবার ডোডোর ল্যাপটপে চাঁদনির ছবি দেখ মনে মনে কষ্ট পায় মৌ।
মনের কষ্ট চেপে রেখে মুখে কিছুটা হাসি এনে মৌ ডোডোকে বলে, ‘আমাদের ডিভোর্সের পর তোমার আর চাঁদনিদির যখন বিয়ে হবে আমায় ডাকবে তো?’ স্ত্রীয়ের মুখ থেকে একথা শুনে কিছুটা হতাশ হয়ে যায় ডোডো।
এবার জানা যাচ্ছে, পয়লা বৈশাখের দিন মিত্র বাড়িতে এন্ট্রি নেবে চাঁদনি। প্রত্যেক বছর নববর্ষের দিন বীথিকে প্রণাম করতে আসে চাঁদনি। এই বারও তাঁর অন্যথা হবে না। দর্শকদের অনুমান, পয়লা বৈশাখে শুধুমাত্র মিত্র বাড়িতেই নয়, মৌ-ডোডোর মাঝেও এন্ট্রি নেওয়ার চেষ্টা করবে চাঁদনি। এবার এটাই দেখার, ১২ বছরের প্রেমিকাকে আবার চোখের সামনে ডোডো কি মৌকে ভুলে যাবে? মৌ-ডোডোর সম্পর্ক এবার কোন দিকে মোড় নেয় তা দেখার জন্য মুখিয়ে রয়েছেন দর্শকরা।