ভারতে গ্ল্যামারাস সুন্দরীদের অভাব নেই। তবে সুন্দরী বলতে সবার আগে মাথায় যেটা আসে তা হল অভিনেত্রীরা। সিনেমা থেকে সিরিয়াল সুন্দরী অভিনেত্রীদেড় সুন্দরতার প্রশংসা চলে সর্বদাই। তবে সত্যি বলতে কি ভারতের কিছু ধনী ব্যবসায়ীদের স্ত্রীদের দেখলে আপনার মাথা ঘুরে যাবে!
আসুন তাহলে আজ কিছু ধনী ব্যবসায়ীদের স্ত্রীদের দেখে নেওয়া যাক। যাদের কাছে হার মানবে বলিউডের সুন্দরী অভিনেত্রীরাও।
১. নীতা আম্বানি (Neeta Ambani)
ভারতের সবচেয়ে ধনী ব্যবসায়ীদের মধ্যে অন্যতম মুকেশ আম্বানি (Mukesh Ambani)। তার স্ত্রী হলেন নীতা আম্বানি। নীতা অম্বানিকে দেখে হার মানবে বহু বলি তারকারা। মুকেশ পত্নী নীতা আম্বানি সামাজিক কাজকর্মের সাথে যুক্ত, তবে তার ফ্যাশন ও স্টাইল সেন্সর জন্য তিনি বেশ পরিচিত।
২. ঈশা আম্বানি (Isha Ambani)
মুকেশ আম্বানির কথা তো আগেই বলেছি। এই মুকেশ আম্বানির কন্যা হলেন ঈশা আম্বানি। মা নীতা আম্বানির মতোই ইশাও বেশ সুন্দরী। ইশাকে ঐতিহ্যবাহী থেকে শুরু করে ওয়েস্টার্ন সমস্ত রকম পোশাকেই দুর্দান্ত সুন্দরী রূপে দেখা যায়।
৩. নাতাশা পুনাওয়ালা (Natasha Punawala)
ভারতের তথা বিশ্বের বৃহত্তম নির্মাণকারী সংস্থার সিইও আদার পুনাওয়ালা। তারই স্ত্রী হলেন নাতাশা পুনাওয়ালা। নাতাশা তার ফ্যাশন সেন্সর জন্য বেশ পরিচিত। বিভিন্ন সময়ে তাকে ডিসাইনার পোশাকে অপরূপ সুন্দরী রূপে দেখা গিয়েছে। নাতাশা সামাজিক কর্মী হিসাবেও বেশ পরিচিত।
৪. দিব্যা খোসলা কুমার (Divya Khosla Kumar)
বিখ্যাত মিউজিক কোম্পানি ‘টি সিরিজের’ মালিকের পত্নী দিব্যা খোসলা কুমার। দিব্যকে মূলত ওয়েস্টার্ন ড্রেসেই দেখা যায়। তবে দিব্যাকে বলিউড সুন্দরীদের তুলনায় কিছু কম সুন্দরী বলে মনে হয়না। তাকে বেশ কয়েকবার ফ্যাশন রাম্পেও দেখা গিয়েছে।
৫. মৌরিন ওয়াদিয়া (Maureen Wadia)
ভারতের ধোনি ব্যবসায়ীদের মধ্যে একজন হলেন নুসলি ওয়াদিয়া। এই ওয়াদিয়া পত্নী মৌরিন ওদিয়াকেও দেখ যথেষ্ট সুন্দরী। ফ্যাশন ও গ্ল্যামারের যতটা মৌরিন ওয়াদিয়া বেশ জনপ্রিয়। বর্তমানে তিনি একটি ফ্যাশন ম্যাগাজিনের প্রধান।