কথায় আছে জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে। কার কপালে যে কে লেখা রয়েছে তা বোঝা দায়। দিন কয়েক আগেই একটি বিয়ে নিয়ে হুলুস্থুল পড়ে গিয়েছিল নেটপাড়ায়। ইন্দোনেশিয়ার পশ্চিম জাবা দ্বীপের সুবাং এলাকায় ৭৮ বছরের এক বৃদ্ধের সাথে বিয়ে হয়েছিল ১৭-র এক যুবতীর। ৬১ বছরের তফাতে এই বিয়ে নিয়ে জল্পনার শেষ ছিলনা।
কিন্তু হায়! একী হল? এত চর্চার পরে এই বিয়ের মেয়াদ গড়ালো মোটে ২২ দিন। বিয়ের পর এক মাসও টিকল না তাদের দাম্পত্য। ৭৮ বছরের ওই বৃদ্ধের নাম আবার সারনা আর ১৭-র কিশোরীর নাম ননি নতিভা। গত ৩০ শে অক্টোবরই বিয়ে ভাঙে তাদের।
সূত্রের খবর বিয়ের কয়েকদিনের মাথাতেই নতিভাকে ডিভোর্সের নোটিশ পাঠান আবা। কিন্তু এই কান্ডে হতবাক নতিভার পরিবার। তাদের দাবি, আবা নতিভার মধ্যে কোনো গন্ডগোল অশান্তি ছিল না। সুখেই ছিল তারা। নতিভার বোন ইয়ান একটি সংবাদ মাধ্যমকে জানান, “ওদের মধ্যে কোনো মনমালিন্য ছিলনা। আমি অবাক এই ঘটনায়”। ইয়ান জানান নতিভার পরিবারের তরফে কোনোও সমস্যাই ছিলনা আবাকে নিয়ে। আবার পরিবারের সমস্যার কারণেই এই বিয়ে ভাঙতে হয় বলে জানান ইয়ান।
কিন্তু এই বিবাহ বিচ্ছেদের কারণে ভেঙে পড়েছেন নতিভা। নতিভার বোন জানান, বিয়ে ভাঙার খবর পাওয়ার পর থেকেই মুখে দানাও তোলেননি তার বোন। অন্যদিকে আবার পরিবারের দাবি বিয়ের আগেই নাকি অন্তঃসত্ত্বা ছিলেন নতিভা। এই অভিযোগ সম্পূর্ন অর্থহীন বলেই দাবি নতিভার বোন ইয়ানের।