• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

উচিত শিক্ষা! মাতাল স্বামীকে শুঁটিয়ে লাল করে দিল স্ত্রী, তুমুল ভাইরাল ভিডিও

Published on:

আজকাল খবরের কাগজ খুললেই কেবল শিরোনামে উঠে আসে নারী নির্যাতনের খবর। স্ত্রীয়ের উপর স্বামীর অত্যাচার। এবার মাতাল স্বামীকে পাল্টা দাওয়াই দিল স্ত্রী। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এক ভিডিওতে দেখা যাচ্ছে, এক মহিলা তার মাতাল স্বামীকে দড়ি দিয়ে বেঁধে কার্যত তুলোধোনা করে ছাড়ছেন। ভিডিও সামনে আসতেই ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে নেট পাড়ায়।স্বামীর অপরাধের উচিৎ শিক্ষা দিতে তিনি হাতে তুলে নিয়েছেন লাঠি, আর রাগান্বিত কন্ঠে তাকে গালিগালাজ করতে করতে বসিয়ে চলেছেন এক দু’ঘা।দেখুন ভিডিও

https://twitter.com/Ayravata/status/1305046575899578368?

কেউ কেউ করেছেন মজার মন্তব্যও। কেউ পরামর্শ দিয়েছেন স্বামীর মদ খাওয়া শীঘ্রই ছাড়া উচিৎ, কেউ বা বলেছেন এমন যদি স্ত্রী থাকত কী দুর্দশাই না
হত! আজকালকার দিনে এমন স্ত্রী সত্যিই ঘরে ঘরে দরকার, তবেই বোধহয় সমাজে নারী নির্যাতনের হার কিছুটা হলেও কমবে। বউয়ের মার খেয়ে স্বামীর মুখও হয়েছে দেখার মতোন, সেই নিয়ে নেটিজেন মহলে ইতিমধ্যেই উঠেছে হাসির রোল। ঘটনার পর বোধহয় সমস্ত স্বামীই মদ খেয়ে বাড়ি ফিরতে দুবার ভাববেন।

 

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥